Ajker Patrika

কুড়িগ্রামে তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াস, ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১: ৪৮
কুড়িগ্রামে তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াস, ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

কুড়িগ্রামে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তাপমাত্রা আরও কমতে পারে। ২০ ডিসেম্বরের পর জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।’

আজ রোববার বেলা পৌনে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আকস্মিক তাপমাত্রা কমায় কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন। প্রয়োজন মেটাতে মানুষ শীতের কাপড় মুড়িয়ে বাইরে বের হয়েছেন।

কুড়িগ্রাম পৌর এলাকার নির্মাণশ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘আইজ হঠাৎ ঠান্ডা বাড়ছে। দেরিতে কামত বেড়াইছি। জিনিসপত্রের যে দাম, কাম না করলে খামো কী!’

এদিকে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানিয়েছে, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার ১৫০ কম্বল দেওয়া আছে। এখনো প্রায় ১৪ হাজার মজুত আছে। প্রয়োজনে আরও চাহিদা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত