Ajker Patrika

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত। ছবি: আজকের পত্রিকা
রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে চারজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে জানা গেছে।

আজ বুধবার ভোরে ভারত থেকে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত পিলার ৩৭৪ /১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বাংলাদেশিরা হলেন—জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী দক্ষিণ দুয়ারী গ্রামের আনছারুল হকের ছেলে শামীম (৩০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল হক (২৬) এবং চাড়োল ইউনিয়নের লাহিড়ী এলাকার এক যুবক, যার নাম নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভারতীয় যুবকের পরিচয় মেলেনি।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ হলো সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন শামীম, মেহেদুলসহ তিনজন। বুধবার সকালে ভারতীয় ওই ব্যক্তি বাংলাদেশি তিনজনকে ভারত থেকে অবৈধ পথে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টার সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দলের নজরে আসে। পরে তাদের চারজনকে আটক করে নিয়ে যায়।

আটক শামীম ও মেহেদুলের প্রতিবেশী জিয়ারুল, তালেবসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তে বসবাসের কারণে নিয়মিত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁদের। অবৈধ পথে ভারতে যাতায়াত এবং চোরাকারবারের সঙ্গে জড়িত আটক তিনজন। এর আগেও বেশ কয়েকবার তারা সীমান্তে আটক হয়েছিলেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত