Ajker Patrika

ইটভাটায় অভিযানে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬ 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২১: ১৫
ইটভাটায় অভিযানে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬ 

দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্বিতীয় দিনের অভিযানে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পূর্ব সাঁইতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল সোমবার জেলার নবাবগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা বন্ধসহ ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করায় এম এইচ ভাটার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।’

চিরিরবন্দরে পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেন ইটভাটার শ্রমিকেরা।পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, ‘আমরা সোমবার থেকে বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছি। আজ (মঙ্গলবার) চিরিরবন্দর পূর্ব সাঁইতাড়া একটি ইটভাটাকে কাগজপত্র দেখাতে বললে তারা পরিবেশের কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় অতর্কিতভাবে ভাটার শ্রমিকেরা ঢিল মারতে শুরু করেন।

তিনি আরও বলেন, এ সময় হামলাকারীরা পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় পুলিশসহ ৬ জন আহত হন। এর আগে আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত