Ajker Patrika

সার কেলেঙ্কারিতে জড়িত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি 
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২১: ০৯
সার কেলেঙ্কারিতে জড়িত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সার কেলেঙ্কারিতে জড়িত লালমনিরহাটের হাতীবান্ধা জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃতরা হলেন উপজেলা ফকিরপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম সবুজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের সদস্য ও ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল আলম সবুজকে সাংগঠনিক সকল পদ–পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি–সম্পাদক এই বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়েছে।

এর আগে ৯ ডিসেম্বর উপজেলার দোয়ানী মোড়ে ব্যবসায়ীর পিকাআপ থেকে ৫৩ বস্তা সার লুট হয়। যার মধ্যে ৪৭ বস্তা সার ওই দুই ছাত্রদল নেতার বাড়ি ও হেফাজত থেকে উদ্ধার করে পুলিশ। তবে তাঁরা পলাতক থাকায় আটক বা গ্রেপ্তার হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত