Ajker Patrika

পঞ্চগড়ের বোদায় প্যারাসিটামলের তীব্র সংকট 

প্রতিনিধি, বোদা (পঞ্চগড়)
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৫: ২২
পঞ্চগড়ের বোদায় প্যারাসিটামলের তীব্র সংকট 

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্যারাসিটামল ট্যাবলেট ও সিরাপের তীব্র সংকট দেখা দিয়েছে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে বলে জানান ফার্মেসির মালিকেরা। বাজারের দু–একটি দোকানে পাওয়া গেলেও দাম নিচ্ছেন কয়েক গুণ।

খোঁজ নিয়ে জানা যায়, মাসখানেক আগে ওষুধের দোকানগুলোয় এই সংকট ছিল না। বর্তমানে বোদা উপজেলা এবং জেলা সদরে এর কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে ওষুধ থাকার পরও নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাদের। কোনোভাবে ক্রেতারা বেশি দামে কেনার আগ্রহ দেখালে সে ক্ষেত্রে তাঁকে ওই ওষুধ দেওয়া হচ্ছে। কোনো উপায় না পেয়ে প্রয়োজনের তাগিদে অনেকে কিনছেন বেশি দামে। অনেকেই প্রয়োজন না হলেও সংগ্রহে রাখছেন এজাতীয় ওষুধ।

বাজারে নাপা, এইচ, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা, এইচ প্লাস বা অন্যান্য কোম্পানির ওষুধের পাশাপাশি অ্যাজিথ্রোমাইসিন ও ক্নিনডামাইসিনেরও সংকট দেখা দিয়েছে। অন্যদিকে সেফিক্সিম, সেফটিজোন ইনজেকশন বাজার থেকে উধাও হয়ে গেছে। এতে অন্যান্য রোগীর সঙ্গে শিশুরা চরম অসুবিধায় পড়েছে। আর কিছুদিন এসব ওষুধ বাজারে না থাকলে চরম দুর্ভোগে পড়বেন এই এলাকার মানুষ। 

বেক্সিমকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি লিটন জানান, হঠাৎ করে বাজারে এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডিপোতে জমা থাকা সব ওষুধ শেষ হয়েছে। নতুন করে কোম্পানি উৎপাদন না করলে বাজারে এর প্রতিফলন ঘটবে। সংকট বিবেচনায় নিয়ে অল্প কিছুদিনের মধ্যে আবার বাজারে এসব ওষুধ আসবে বলে জানান তিনি।

মণ্ডলহাট এলাকা থেকে বোদা বাজারের সবচেয়ে বড় সায়েম ফার্মেসিতে এসেছেন আনোয়ার হোসেন। তিনি প্যারাসিটামল ট্যাবলেট নিতে চাইলে তাঁকে জানিয়ে দেওয়া হয় এর সাপ্লাই নেই। অনেক খোঁজাখুঁজির পর একটি দোকান থেকে ১৫ টাকা মূল্যের এক পাতা নাপা এক্সটেন্ড ৩০ টাকা দিয়ে কেনেন তিনি।

মায়ের প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আবদুল্লাহ আল মামুন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিকভাবে  অ্যাজিথ্রোমাইসিন, নাপা আনতে বলেন। রাত সাড়ে ১১টার সময় সাতখামার এলাকায় ওষুধ না পেয়ে বোদা বাজারের একটি দোকান থেকে অধিক মূল্যে ওষুধ কেনেন বলে জানান তিনি।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জাহিদ হাসান বলেন, `হঠাৎ করে এ জেলায় করোনা মহামারি বৃদ্ধি পাওয়ায় করোনাসংশ্লিষ্ট ওষুধগুলোর কিছুটা সংকট দেখা দিয়েছে। এ ছাড়া রোগীর সেবা দেওয়ার জন্য আমরা হাসপাতাল থেকে সর্বাত্মক চেষ্টা করছি।'

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, ‘কৃত্রিম সংকট দেখিয়ে ফার্মেসিগুলো দাম বেশি রাখছে, সে রকম কোনো অভিযোগ আমরা পাইনি। কেউ যদি এমন বিষয় নিয়ে অভিযোগ করেন, সে ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত