পীরগাছা (রংপুর) প্রতিনিধি
গত বছরে বিদ্যালয়টি রক্ষা করতে প্রায় ৩০ লাখ টাকার জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছিল। কিন্তু এতে কোনো কাজ হয়নি। চলতি বছর আবারও ভাঙনের মুখে পড়েছে পীরগাছার ছাওলা ইউনিয়নের চর দক্ষিণ গাবুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। নতুন করে আবারও জিও ব্যাগ ফেলার শুরু করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরবর্তী চর দক্ষিণ গাবুড়া গ্রাম। এ গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। ২০১৪ সালে একবার ভাঙনের কবলে বিলীন হয়ে যায় বিদ্যালয়টি। এরপর নতুন করে পাকা স্কুল ভবন তৈরি করা হয়। তিস্তা নদীর পানি কমা ও বাড়ার সঙ্গে নদী ভাঙন স্কুলের কাছে চলে এসেছে।
গত বছর গ্রামটি তীব্র ভাঙনের মুখে পড়ে। পরে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে জানালে তারা প্রায় ৩০ লাখ টাকার ১৭ হাজার জিও ব্যাগ ফেলে বিদ্যালয়টি রক্ষা করেন। পাশে থেকে যায় ১০ / ১২টি বসতবাড়ি। এতেই চলছিল শিক্ষা কার্যক্রম। চলতি বছর আবারও তৃতীয়বার ভাঙনের মুখে রয়েছে বিদ্যালয়টি। একেবারে কাছে চলে এসেছে তিস্তা নদী।
বিদ্যালয়টির শিক্ষার্থী জান্নাত আরা, আরিফা বেগম, মাইদুল ইসলাম বলে, ‘হামার স্কুল বারবার ভাঙি যাবার ধরে। এবারও নদী কাছে চলি আসছে। ক্লাস করতে ভয় নাগে, কখন ভাঙি যায়। তোমরা হামার স্কুলটা বাঁচান। ভাঙি গেইলে কোনটে পড়মো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর প্রায় ১৭ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছিল। ফলে স্কুলটি রক্ষা পেয়েছিল। এখন আবার ভাঙনের কবলে পড়লে ৪ হাজার ২০০ জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে। আজ (শনিবার) থেকে ফেলা হবে। আমরা সিসি ব্লক দিয়ে স্কুলটি স্থায়ী ভাবে রক্ষার দাবি করছি।’
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন বলেন, ‘স্কুলটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। স্থায়ীভাবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাগে বালু ভরাট করা হয়ে গেছে। এখন ফেলা শুরু হবে। শেষ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
চারদিকে থই থই পানি আর মাঝ খানে একটি বিদ্যালয় ও ১০টি বাড়ি মিলে চর দক্ষিণ গাবুড়া গ্রাম। পানি বাড়ার সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী। এক সময় চর দক্ষিণ গাবুড়া গ্রামটি ছিল ঘনবসতি ও কোলাহলে মুখরিত। এখন মাত্র ১০টি পরিবার আছে এখানে। স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন, ‘দুই শতাধিক পরিবার ছিল এ গ্রামে। এখন মাত্র ১০টি আছে। তারাও ভাঙনের শব্দে দিশেহারা।’
আব্দুর রউফ মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, ‘ভয়ে রাইতোত ঘুম ধরে না। নিজের জায়গা-জমি নাই যে চলি যামো। অনেক আগে এসব ব্যাগ ফেলা হলে কাজ হতো। এখন জলে ফেলা হচ্ছে সরকারি টাকা।’
গত বছরে বিদ্যালয়টি রক্ষা করতে প্রায় ৩০ লাখ টাকার জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছিল। কিন্তু এতে কোনো কাজ হয়নি। চলতি বছর আবারও ভাঙনের মুখে পড়েছে পীরগাছার ছাওলা ইউনিয়নের চর দক্ষিণ গাবুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। নতুন করে আবারও জিও ব্যাগ ফেলার শুরু করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরবর্তী চর দক্ষিণ গাবুড়া গ্রাম। এ গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। ২০১৪ সালে একবার ভাঙনের কবলে বিলীন হয়ে যায় বিদ্যালয়টি। এরপর নতুন করে পাকা স্কুল ভবন তৈরি করা হয়। তিস্তা নদীর পানি কমা ও বাড়ার সঙ্গে নদী ভাঙন স্কুলের কাছে চলে এসেছে।
গত বছর গ্রামটি তীব্র ভাঙনের মুখে পড়ে। পরে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে জানালে তারা প্রায় ৩০ লাখ টাকার ১৭ হাজার জিও ব্যাগ ফেলে বিদ্যালয়টি রক্ষা করেন। পাশে থেকে যায় ১০ / ১২টি বসতবাড়ি। এতেই চলছিল শিক্ষা কার্যক্রম। চলতি বছর আবারও তৃতীয়বার ভাঙনের মুখে রয়েছে বিদ্যালয়টি। একেবারে কাছে চলে এসেছে তিস্তা নদী।
বিদ্যালয়টির শিক্ষার্থী জান্নাত আরা, আরিফা বেগম, মাইদুল ইসলাম বলে, ‘হামার স্কুল বারবার ভাঙি যাবার ধরে। এবারও নদী কাছে চলি আসছে। ক্লাস করতে ভয় নাগে, কখন ভাঙি যায়। তোমরা হামার স্কুলটা বাঁচান। ভাঙি গেইলে কোনটে পড়মো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর প্রায় ১৭ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছিল। ফলে স্কুলটি রক্ষা পেয়েছিল। এখন আবার ভাঙনের কবলে পড়লে ৪ হাজার ২০০ জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে। আজ (শনিবার) থেকে ফেলা হবে। আমরা সিসি ব্লক দিয়ে স্কুলটি স্থায়ী ভাবে রক্ষার দাবি করছি।’
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন বলেন, ‘স্কুলটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। স্থায়ীভাবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাগে বালু ভরাট করা হয়ে গেছে। এখন ফেলা শুরু হবে। শেষ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
চারদিকে থই থই পানি আর মাঝ খানে একটি বিদ্যালয় ও ১০টি বাড়ি মিলে চর দক্ষিণ গাবুড়া গ্রাম। পানি বাড়ার সঙ্গে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী। এক সময় চর দক্ষিণ গাবুড়া গ্রামটি ছিল ঘনবসতি ও কোলাহলে মুখরিত। এখন মাত্র ১০টি পরিবার আছে এখানে। স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন, ‘দুই শতাধিক পরিবার ছিল এ গ্রামে। এখন মাত্র ১০টি আছে। তারাও ভাঙনের শব্দে দিশেহারা।’
আব্দুর রউফ মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, ‘ভয়ে রাইতোত ঘুম ধরে না। নিজের জায়গা-জমি নাই যে চলি যামো। অনেক আগে এসব ব্যাগ ফেলা হলে কাজ হতো। এখন জলে ফেলা হচ্ছে সরকারি টাকা।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে