Ajker Patrika

গাইবান্ধা-১: আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-১: আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নৌকা ও লাঙ্গলের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করায় তাঁদেরকে এই নোটিশ দেওয়া হয়। 

আজ শনিবার সংশ্লিষ্ট দুই প্রার্থীকে শোকজের লিখিত নোটিশ দেন গাইবান্ধা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান জেলা সহকারী জজ (ফুলছড়ি) ওবায়দুল হক রুমি। 

নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী এবং আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। 

পৃথক নোটিশে বলা হয়েছে, আগামীকাল রোববার সংসদ সদস্য পদপ্রার্থী শামীম হায়দার ও আফরুজা বারীকে সশরীরে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। 

নোটিশে আরও বলা হয়েছে, আপনারা গাইবান্ধা-১ নম্বর (সুন্দরগঞ্জ) আসনে পদপ্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক নেতা-কর্মীর মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া আপনারা মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত