Ajker Patrika

বর্ডারহাট চালুর দাবিতে কুড়িগ্রামে গণকমিটির মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি 
রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চর রাজীবপুরে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত বর্ডার হাট আবার চালুর দাবিতে মানবন্ধন করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রাজীবপুর উপজেলা আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সদস্যসচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ৭ আগস্ট অজানা কারণে উপজেলার বালিয়ামারী সীমান্তে এ বর্ডার হাটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই থেকে একটি মহলবিশেষ সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সঙ্গে আঁতাত করে, ভুল তথ্য দিয়ে হাটের কার্যক্রম বন্ধ রাখার পাঁয়তারা করে আসছে। এতে হাটকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বক্তারা এ সময় স্থানীয় মানুষের স্বার্থে অনতিবিলম্বে হাটের কার্যক্রম চালু করার দাবি জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত