Ajker Patrika

সড়কে ধান রোপণ করে প্রতিবাদ 

প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)
সড়কে ধান রোপণ করে প্রতিবাদ 

এটি কোনো ধান ক্ষেত নয়। পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি বাজার সড়ক এটি। এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি দিয়ে গাংজোয়ার, ফরিদপুর, জামিরবাড়ীসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে। সড়কটিতে বৃষ্টি হলেই পানি জমে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পথ চলাচলে নিরুপায় হয়ে পড়ে স্থানীয় লোকজন।

প্রায় ১ কিলোমিটার সড়কে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিতও হচ্ছে।

এ দিকে সড়কটিতে বৃষ্টির পানিতে কাদা হওয়ায় স্থানীয় কয়েকজন ধানের চারা রোপণ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সড়কটি নিয়ে সারা জীবন দুর্ভোগ পোহাচ্ছি।

তারা আরও বলেন, প্রতিদিনই খানাখন্দে পড়ে কেউ না কেউ আহত হচ্ছে। শিশুসহ অনেকেই অসুস্থ হচ্ছে। বৃষ্টি হলে হয়ে যায় রোপণ উপযুক্ত জমি। সড়কটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। 

কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, রাস্তাটিতে পানি জমে থাকায় কাদা হয়। শুকনো মৌসুম আসলে সংস্কার করা হয়। কিন্তু বৃষ্টির পানি বের হতে না পারায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত