Ajker Patrika

মাদারীপুরে কারাবন্দী বীর মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

মাদারীপুর প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া। ফাইল ছবি
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া। ফাইল ছবি

মাদারীপুর জেলা কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫) মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজৈরের টেকেরহাট আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাজৈর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

৩০ এপ্রিল থেকে মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন ইউসুফ আলী মিয়া। কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার বেশি অসুস্থ হলে তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম বলেন, ‘রোববার দুপুরে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুজন অসুস্থ হয়ে পড়েন। এ সময় দুজনকেই পুলিশি পাহারায় প্রথমে মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত