কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যের নির্যাতনে আনোয়ারুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ৬ জানুয়ারি দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোজাম্মেল হক গরু চুরির অভিযোগে একটি স্কুল মাঠে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার আদিতমারী উপজেলার নামড়ি ইউনিয়নের মদনপুর গ্রামের রোকনুজ্জামানের কাছে তিন হাজার টাকা পাওনা ছিল মোজাম্মেলের ভাই মোশারফ হক ভুট্টু। এই টাকা উদ্ধারের জন্য গত ৩ জানুয়ারি মোজ্জাম্মেল হক, তাঁর ছোট ভাই মোশারফ হক ভুট্টু ও ছেলে সুজন মিয়া রোকনুজ্জামানকে বাড়িতে ডাকেন। এরপর তাঁকে তাঁদের মাছের প্রজেক্টে আটক করে রাখেন। এদিকে তাঁকে উদ্ধার করতে ৫ জানুয়ারি রোকনুজ্জামানের প্রতিবেশী আনোয়ারুল ইসলাম ও রাজু যান। তাঁদেরকেও আটক করে রাখা হয়। ভোরের দিকে রাজু কৌশলে পালিয়ে আসেন এবং আনোয়ারুলের পরিবারকে বিষয়টি জানান।
এর মধ্যে তিন দিন ধরে আটককৃত দুজনের ওপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। পরে তাঁদের উদ্ধারে ৫ জানুয়ারি তাঁদের উদ্ধারে স্বজনেরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইলে কালীগঞ্জ থানা-পুলিশের এসআই জহুরুল হক মেম্বারের বাড়িতে তল্লাশি চালান। এ সময় ইউপি সদস্য মোজ্জাম্মেল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তাঁদের অপহরণের কথা অস্বীকার করে এড়িয়ে যান। পুলিশ থানায় ফিরে এলে গোপন আস্তানায় আটক দুজনের ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে ইউপি সদস্য মোজাম্মেল হক আনোয়ারুলের বৃদ্ধাঙ্গুল কেটে দেন এবং পায়ে পেরেক মারেন। এ ছাড়া তাঁর শরীর ও মাথার বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।
পরে ৬ জানুয়ারি দুপুরের দিকে রোকনুজ্জামন ও আনোয়ারুলকে গরু চুরির অভিযোগ এনে নিলকান্ত সরকারি প্রাথমিক স্কুল মাঠে নিয়ে যান ওই ইউপি সদস্য। বিষয়টি আনোয়ারুলের স্বজনেরা পুলিশকে জানালে পুলিশ মাদ্রাসা মাঠ থেকে ইউপি সদস্য মোজাম্মেলের কাছ থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর প্রথমে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য আনোয়ারুলকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গতকাল বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান আনোয়ারুল। এ বিষয়ে ৬ জানুয়ারি সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আনোয়ারুলের স্ত্রী নাজমুন্নাহার বেগম।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল আনোয়ারুলের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় প্রধান আসামি ইউপি সদস্য মোজাম্মেল হক ও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যের নির্যাতনে আনোয়ারুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ৬ জানুয়ারি দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোজাম্মেল হক গরু চুরির অভিযোগে একটি স্কুল মাঠে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার আদিতমারী উপজেলার নামড়ি ইউনিয়নের মদনপুর গ্রামের রোকনুজ্জামানের কাছে তিন হাজার টাকা পাওনা ছিল মোজাম্মেলের ভাই মোশারফ হক ভুট্টু। এই টাকা উদ্ধারের জন্য গত ৩ জানুয়ারি মোজ্জাম্মেল হক, তাঁর ছোট ভাই মোশারফ হক ভুট্টু ও ছেলে সুজন মিয়া রোকনুজ্জামানকে বাড়িতে ডাকেন। এরপর তাঁকে তাঁদের মাছের প্রজেক্টে আটক করে রাখেন। এদিকে তাঁকে উদ্ধার করতে ৫ জানুয়ারি রোকনুজ্জামানের প্রতিবেশী আনোয়ারুল ইসলাম ও রাজু যান। তাঁদেরকেও আটক করে রাখা হয়। ভোরের দিকে রাজু কৌশলে পালিয়ে আসেন এবং আনোয়ারুলের পরিবারকে বিষয়টি জানান।
এর মধ্যে তিন দিন ধরে আটককৃত দুজনের ওপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। পরে তাঁদের উদ্ধারে ৫ জানুয়ারি তাঁদের উদ্ধারে স্বজনেরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইলে কালীগঞ্জ থানা-পুলিশের এসআই জহুরুল হক মেম্বারের বাড়িতে তল্লাশি চালান। এ সময় ইউপি সদস্য মোজ্জাম্মেল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তাঁদের অপহরণের কথা অস্বীকার করে এড়িয়ে যান। পুলিশ থানায় ফিরে এলে গোপন আস্তানায় আটক দুজনের ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে ইউপি সদস্য মোজাম্মেল হক আনোয়ারুলের বৃদ্ধাঙ্গুল কেটে দেন এবং পায়ে পেরেক মারেন। এ ছাড়া তাঁর শরীর ও মাথার বিভিন্ন জায়গায় আঘাত করা হয়।
পরে ৬ জানুয়ারি দুপুরের দিকে রোকনুজ্জামন ও আনোয়ারুলকে গরু চুরির অভিযোগ এনে নিলকান্ত সরকারি প্রাথমিক স্কুল মাঠে নিয়ে যান ওই ইউপি সদস্য। বিষয়টি আনোয়ারুলের স্বজনেরা পুলিশকে জানালে পুলিশ মাদ্রাসা মাঠ থেকে ইউপি সদস্য মোজাম্মেলের কাছ থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর প্রথমে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য আনোয়ারুলকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গতকাল বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান আনোয়ারুল। এ বিষয়ে ৬ জানুয়ারি সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আনোয়ারুলের স্ত্রী নাজমুন্নাহার বেগম।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল আনোয়ারুলের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় প্রধান আসামি ইউপি সদস্য মোজাম্মেল হক ও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‘আমি ধারালো বঁটি চালিয়ে স্বামীর গলা কেটে ফেলেছি। আমি আত্মসমর্পণ করব। আমাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান।’ গতকাল রোববার দিবাগত ভোররাত ৫টার দিকে এক নারীর এমন ফোনকল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজীপুরের শ্রীপর থানা-পুলিশ। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে তাঁর স্ত্রীকে আটক করে
৪ মিনিট আগেবরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান শাহিন। তিনি বরগুনা জেলা যুবলীগের সহসম্পাদক। বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামে।
৬ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগের নেতা হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা।
৮ মিনিট আগেরংপুরের পীরগঞ্জে মালয়েশিয়াপ্রবাসীর স্ত্রী আসমা বেগমকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে