Ajker Patrika

 ৫০ ফুট মিনারের চূড়ায় তরুণী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
 ৫০ ফুট মিনারের চূড়ায় তরুণী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের ৫০ ফিট উঁচু মিনার থেকে সুমি (২৫) নামের মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। 

মানসিক ভারসাম্যহীন ওই তরুণী উপজেলার পশ্চিম গৌরীপাড়া (জোলাপাড়া, বৌবাজার) এলাকার বাসিন্দা স্বর্গীয় ঠাকুর দাস ও চন্দনা রাণী দম্পতির মেয়ে। 

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার ডাঙ্গাপাড়া মসজিদের ৫০ ফুট উঁচু মিনারে ওই তরুণীকে দেখতে পান স্থানীয়রা। এ সময় ওই তরুণী মসজিদের মিনের ওপর লাফালাফি করছিলেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

ওই তরুণীর মা চন্দনা রানী বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা আছে, এদিক-ওদিক চলে যায়। বেশ কিছুদিন ধরে সে নিখোঁজও ছিল। আজ স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে নিয়ে এসেছি।’ 

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ৫০ ফুট উঁচু মিনার থেকে মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত