দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৭৭ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
আজ শুক্রবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাপল্লি হিসেবে চিরিরবন্দরের নামডাক রয়েছে। এখানে সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারিভাবে প্রায় অর্ধশত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়ে থাকে। অন্য বিদ্যালয়গুলোও পিছিয়ে নেই। সেখানেও দু-একজন বাদে বাকিরা এমন সফলতা পায়।
আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের পূর্ণাঙ্গ সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে প্রত্যাশিত অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর বোর্ডের আওতাধীন আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন, যা গত বছর ছিল ২৫ হাজার ৫৮৬ জন।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৭৭ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
আজ শুক্রবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাপল্লি হিসেবে চিরিরবন্দরের নামডাক রয়েছে। এখানে সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারিভাবে প্রায় অর্ধশত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়ে থাকে। অন্য বিদ্যালয়গুলোও পিছিয়ে নেই। সেখানেও দু-একজন বাদে বাকিরা এমন সফলতা পায়।
আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের পূর্ণাঙ্গ সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে প্রত্যাশিত অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর বোর্ডের আওতাধীন আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন, যা গত বছর ছিল ২৫ হাজার ৫৮৬ জন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
২৬ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
৩৬ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৪৩ মিনিট আগে