Ajker Patrika

ভাঙচুরের মামলায় বিএনপির ৩০ নেতা কর্মী কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
ভাঙচুরের মামলায় বিএনপির ৩০ নেতা কর্মী কারাগারে

ঠাকুরগাঁওয়ে ভাঙচুর ও মারপিটের অভিযোগে করা মামলায় বিএনপির ৩০ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে আসামিরা ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অভিযোগ এনে রুহিয়া থানায় মামলা করেন ঘনিবিষ্ণপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর ইসলাম। এতে বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আইনজীবী আব্দুল হালিম বলেন, ‘ভাঙচুর ও মারপিটের মামলায় রুহিয়া থানা বিএনপির ৩০ নেতার জামিন আবেদন বাতিল করেছে আদালত। গত বছর উচ্চ আদালত থেকে তারা ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

ছয় সপ্তাহ পর আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৩০ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। শুধু মাত্র একজন আসামির জামিন মঞ্জুর করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত