Ajker Patrika

কবরস্থানের গেট ধসে ট্রাক্টরচালক নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থানের গেট ধসে হযরত আলী (৩৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে ঘটনাটি ঘটে।

নিহত ট্রাকচালক বাচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরচালক হযরত আলী সকাল থেকেই কবরস্থানে মাটি ভরাট করছিলেন। দুপুর ১২টার দিকে মাটি ভরাট করে ফিরছেলেন তিনি। কিন্তু তিনি অসাবধানতাবশত বালুবাহী ট্রাক্টরটির হাইড্রোলিক বডিটি নামিয়ে রাখেননি। একপর্যায়ে কবরস্থানের গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি কবরস্থানের গেটের ওপরের অংশের সঙ্গে ধাক্কা লাগলে সেটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে গুরুতর আহত হন চালক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত