Ajker Patrika

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ শিক্ষার্থী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১২: ০৩
ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ শিক্ষার্থী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ (২৬) ও তাজিন আহম্মেদ (১৮) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় খালিদ হাসান (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এমপি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

নিহত নাহিদ হাসান সবুজ উপজেলার বেতদীঘি ইউনিয়নের ফরিদাবাদ (কাসাপুকুর) গ্রামের মো. ওয়েজ উদ্দিনের ছেলে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন এবং তাজিন আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র ছিলেন। আহত মো. খালিদ হাসান উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মো. অহিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌর শহরের রেলক্রসিং-সংলগ্ন হোটেলে খাবার খেয়ে ওই তিন যুবক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ফুলবাড়ী পৌর শহরের এমপি মার্কেটের সামনে দিনাজপুর থেকে আসা চালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় পুলিশ ট্রাকচালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করে ট্রাকটি জব্দ করে। জানে আলম ঢাকার আমিনবাজারের আব্দুল জব্বারের ছেলে এবং সবুজ একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত