Ajker Patrika

হিলিতে লোহার খনির সম্ভবতা যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ের খনন শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের হিলিতে লোহার খনির সম্ভবতা যাচাইয়ে দ্বিতীয় পর্যায়ের খনন (ড্রিলিং) কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলায় আলীহাট ইউনিয়নে খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শিবলী সাদিক। 

এ সময় উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানসহ প্রকল্পের অন্য কর্মকর্তারা। 

সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘হাকিমপুরে লোহা খনির দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু হয়েছে। খনি থেকে লৌহ আকরিক উৎপাদন শুরু হলে এলাকার আমূল পরিবর্তন আসবে, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে, এলাকার জমির দামও বাড়বে।’ 

তিনি আশা করেন, দ্রুত সময়ের মধ্যে এলাকায় খনি বাস্তবায়ন হবে, এতে আমূল পরিবর্তন ঘটবে এলাকার। 

বড় পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘বর্তমান বিশ্বে তেল-গ্যাস ও লোহার পর্যাপ্ত চাহিদা রয়েছে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার বিনিময়ে লোহ আকরিক আমদানি করতে হয় ইন্ডাস্ট্রির কাজের জন্য। আবার অনেক সময় জাহাজ কেটেও লোহার জোগান মেটানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘পূর্বের সার্ভে রিপোর্ট অনুযায়ী খনিতে যে পরিমাণ লৌহ আকরিক রয়েছে, তা উত্তোলন করা গেলে আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে লোহার চাহিদা মিটবে, পাশাপাশি সরকার রপ্তানিও করতে পারবে লৌহ আকরিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত