Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১৯: ৩৩
ঠাকুরগাঁওয়ে আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেজিয়া খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কানাড়ি গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা মৃত এনামুল হকের স্ত্রী রেজিয়া খাতুন গতকাল রোববার রাতে নিখোঁজ হন। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

রেজিয়ার ছেলের বউ ফেন্সি আকতার জানান, তাঁদের সংসারে থাকতেন তাঁর শাশুড়ি। তাঁর শাশুড়ির সঙ্গে এলাকার কারও ঝগড়া–বিবাদ ছিল না। সন্ধ্যায় বাড়ির বাইরে যাওয়ার পর তাঁকে পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকালে বাড়ি পাশে আমবাগানে তাঁর মরদেহ পাওয়া যায়। তিনি সুস্থ ছিলেন। তাঁকে মেরে ফেলা হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান বলেন, ‘১৬ বছর আগে ওই নারীর স্বামী মারা যায়। আমবাগানের মাঝখানে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, ‘বিধবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব না। তার মৃত্যু কারণ অনুসন্ধানে কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত