Ajker Patrika

ফুলবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৫: ৩৭
ফুলবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজারের মৃত নবাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় দরজি ছিলেন। তাঁর পরিচয় নিশ্চিত করেছেন নিহতের ভাগনে মাহাবুর ইসলাম।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিরামপুর থেকে একটি মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীতে হালখাতা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় ট্রাকটিকে জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত