খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদক বহন ও বিক্রি রোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টে পুলিশি তৎপরতায় দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে খেপে গিয়ে পুলিশের ওপর চড়াও হন ওই এলাকা মাদক কারবারিরা। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট দেওয়া হয়। ওই চেকপোস্টে দুই মাদকসেবী আটক হলে তাঁদের ছাড়িয়ে নিতে এবং চেকপোস্ট সরাতে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আটক দুই মাদকসেবী হলেন উপজেলার আংগারপাড়া সরদারপাড়া তারাবুদ্দিনের ছেলে নুর আলম (৩২) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ফুলতলার সেলিম (২২)। তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা সাজা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী মুশাহারপাড়া সাঁওতাল পল্লি এলাকায় মাদক বিক্রি ও বহন রোধে চেকপোস্ট বসায় থানা-পুলিশ। এ সময় পুলিশের হাতে দুই মাদক সেবনকারী আটক হলে ওই এলাকার মাদক কারবারি বুলু ভূঁইয়া ওই তাঁর সহযোগীরা গিয়ে চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানান। এতে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় মাদক কারবারি বুলু ভূঁইয়াকে (৩২) আটক করে পুলিশ। পরে হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও কামরুজ্জামান সরকার ও ওসি নজমূল হক ঘটনাস্থলে যান। এ সময় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ও মাদক কারবারি বুলু ভূঁইয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
খানসামা থানার ওসি বলেন, মাদক রোধে থানা-পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক মাদক সংশ্লিষ্টদের রোববার (২ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউএনও কামরুজ্জামান বলেন, মাদক, জুয়া ও যেকোনো অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।
একই দিন উপজেলার হোসেনপুর মাঝাপাড়া এলাকা থেকে নিতাই চন্দ্র রায় নামের এক মাদক কারবারিকে ২৫টি ইয়াবা বড়িসহ আটক করে থানা-পুলিশ।
দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদক বহন ও বিক্রি রোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টে পুলিশি তৎপরতায় দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে খেপে গিয়ে পুলিশের ওপর চড়াও হন ওই এলাকা মাদক কারবারিরা। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেবাড়িয়া চৌরঙ্গী এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট দেওয়া হয়। ওই চেকপোস্টে দুই মাদকসেবী আটক হলে তাঁদের ছাড়িয়ে নিতে এবং চেকপোস্ট সরাতে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আটক দুই মাদকসেবী হলেন উপজেলার আংগারপাড়া সরদারপাড়া তারাবুদ্দিনের ছেলে নুর আলম (৩২) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ফুলতলার সেলিম (২২)। তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা সাজা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী মুশাহারপাড়া সাঁওতাল পল্লি এলাকায় মাদক বিক্রি ও বহন রোধে চেকপোস্ট বসায় থানা-পুলিশ। এ সময় পুলিশের হাতে দুই মাদক সেবনকারী আটক হলে ওই এলাকার মাদক কারবারি বুলু ভূঁইয়া ওই তাঁর সহযোগীরা গিয়ে চেকপোস্ট সরিয়ে নেওয়ার দাবি জানান। এতে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় মাদক কারবারি বুলু ভূঁইয়াকে (৩২) আটক করে পুলিশ। পরে হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও কামরুজ্জামান সরকার ও ওসি নজমূল হক ঘটনাস্থলে যান। এ সময় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ও মাদক কারবারি বুলু ভূঁইয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
খানসামা থানার ওসি বলেন, মাদক রোধে থানা-পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক মাদক সংশ্লিষ্টদের রোববার (২ মার্চ) দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউএনও কামরুজ্জামান বলেন, মাদক, জুয়া ও যেকোনো অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।
একই দিন উপজেলার হোসেনপুর মাঝাপাড়া এলাকা থেকে নিতাই চন্দ্র রায় নামের এক মাদক কারবারিকে ২৫টি ইয়াবা বড়িসহ আটক করে থানা-পুলিশ।
পুলিশ কর্মকর্তার সঙ্গে বাদানুবাদকে কেন্দ্র করে খুলনার রূপসায় আন্তজেলার ১১টি রুটে তিন ঘণ্টার জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বাস-মিনিবাস মালিক–শ্রমিকদের সঙ্গে থানা–পুলিশের বৈঠক শেষে বাস চলাচল শুরু হয়।
৪ মিনিট আগেখাগড়াছড়ির রামগড়ে সালিস চলাকালে সংঘর্ষে সাক্ষী মো. আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তৈছালা গ্রামে অভিযান চালিয়ে আসামি নুরুল আলম খোকনকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই এলাকার বাসিন্দা। এর আগে নিহত কালামের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গত
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের
৪৩ মিনিট আগেবাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
১ ঘণ্টা আগে