চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
১৮ মিনিট আগেপবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ১০টি ট্রাকের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেশিক্ষাঙ্গনে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রসংগঠনগুলো। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নবগঠিত কমিটির ‘পরিচিত সভায়’ ৯টি ছাত্রসংগঠন এ প্রত্যাশা জানিয়েছে। শিক্ষাঙ্গনে দ্রুত ছাত্রসংসদ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে‘আগে মশা বেড়ে গেলে কাউন্সিলর অফিসে গিয়ে অভিযোগ করতাম। কিছু না হলেও স্প্রে করত। কিন্তু এখন কিছুই দেখি না। যেখানে অভিযোগ করব, সেই কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। কাউন্সিলর অফিসে গিয়ে শুনলাম,
১ ঘণ্টা আগে