Ajker Patrika

ব্রহ্মপুত্র নদে নেমে যুবক নিখোঁজ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৬: ৩৩
ব্রহ্মপুত্র নদে নেমে যুবক নিখোঁজ

কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম সোহান (২২)।  তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। 

নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’ 

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’ 

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত