Ajker Patrika

মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবলিপুর গ্রামের কামিনী রায় ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ওই শিক্ষার্থীর নাম গৌর চন্দ্র (২০)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার গুপ্তপাড়া জামিরবাড়ি এলাকার ভূবন চন্দ্র রায়ের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩ ব্যাচের (২০২২-২৩) ‘এ’ সেকশনের শিক্ষার্থী ছিলেন। 

তাঁর সহপাঠী ও মেসে থাকা শিক্ষার্থীরা জানায়, গৌর একা থাকতে পছন্দ করতেন। ঘটনার দিন তাঁর বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর রুমমেট তাঁকে সঙ্গে যেতে বললে তাঁর মাথাব্যথা করছে বলে জানায় এবং তিনি রুমেই অবস্থান করেন। 

পরে তাঁর রুমমেট বিকেল সাড়ে ৪টার দিকে রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। তাঁরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের রুমের ছেলেদের খবর দেন। তাঁরা এসে রুমের ভেন্টিলেটর ভেঙে গৌরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করি। তার পরিবারকেও ইতিমধ্যে জানানো হয়েছে।’ 

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘আমরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত