Ajker Patrika

এক মাস বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৫: ৪৩
দিনাজপুরের ফুলবাড়ীতে মধ্যপাড়া কঠিন শীলা খনি থেকে আজ বুধবার সকালে পুনরায় পাথর তোলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের ফুলবাড়ীতে মধ্যপাড়া কঠিন শীলা খনি থেকে আজ বুধবার সকালে পুনরায় পাথর তোলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শীলাখনি থেকে পুনরায় পাথর তোলা শুরু হয়েছে। এক মাস বন্ধ থাকার পর আজ বুধবার সকাল ৭টা থেকে পাথর তোলার কাজ শুরু করেন শ্রমিকেরা।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে আবারও পাথর তোলা শুরু করা হলো।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জোবাইয়ের হোসেন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে গত মাসে খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে বুধবার সকালে প্রথম শিফট থেকে খনি ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।’

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শীলা খনি থেকে আজ বুধবার সকালে পুনরায় পাথর তোলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শীলা খনি থেকে আজ বুধবার সকালে পুনরায় পাথর তোলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

খনি সূত্রে জানা যায়, দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার টন পাথর তোলা হয়। এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনির পাথর তোলা বন্ধ হয়ে যায়। এক মাস বন্ধ থাকার পর ফের পাথর তোলা শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত