Ajker Patrika

কারমাইকেল কলেজ হোস্টেলে বহিরাগতদের হামলা, আহত ১০ শিক্ষার্থী

রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩০
কারমাইকেল কলেজ হোস্টেলে বহিরাগতদের হামলা, আহত ১০ শিক্ষার্থী

ধাক্কা লাগাকে কেন্দ্র করে রংপুরের কারমাইকেল কলেজের ছাত্রদের হোস্টেলে বহিরাগতরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে আকিমুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বহিরাগতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা রাতে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। রাত ৯টার দিকে তাজহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় ওই রাতেই কলেজের হল সুপার সিরাজুল ইসলাম ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে তাজহাট থানায় মামলা করেন। পুলিশ রাতেই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। 

পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে জিএল হোস্টেলের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহসান ক্যাম্পাসের ভেতরে বাংলা মঞ্চের দিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক বহিরাগতের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। বিষয়টি সেখানে থেমেও যায়। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অর্ধশত বহিরাগত লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জিএল হোস্টেলে ঢুকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। 

নাম প্রকাশ না করার শর্তে রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘সন্ধ্যায় লেখাপড়া করে কেবল হোস্টেল থেকে সিঁড়িতে পা রাখছি। এ সময় আমার ওপর অতর্কিত হামলা চালায় বহিরাগতরা। একজন আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে। অল্পের জন্য প্রাণের বেঁচে যাই।’ ওই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘হামলাকারীরা আমার থাকার রুমে ঢুকেও হামলা চালিয়েছে। ফরম পূরণের ৪ হাজার ৮০০ টাকাও নিয়ে গেছে।’ 

আরেক শিক্ষার্থী বলেন, ‘হামলাকারীরা হোস্টেলে ঢুকে চেয়ার, টেবিল ও খাবারের থালাবাসন ভাঙচুর করে।’ 

কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ‘এটা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা নয়, এটা আমার সন্তানদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি। হামলাকারীদের ভিডিও ফুটেজ পুলিশের হাতে দিয়েছি।’ 

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত