Ajker Patrika

আনসারের কাঁধে ভর করে ভোট দিয়ে খুশি ৯৬ বছরের বৃদ্ধ

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ১৫: ০১
Thumbnail image

৯৬ বছর বয়সী মো. আব্দুল মজিদ মাজু। বয়সের ভারে ন্যুব্জ। অন্যের সাহায্য ছাড়া ঠিকমতো চলাফেরা করতে পারেন না। উপজেলা পরিষদ নির্বাচনে এসেছেন ভোট দিতে। কেন্দ্রে দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর করে ভোটাধিকার প্রয়োগ করেন। দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকার রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা পৌনে ১১টার দিকে ভোট দিতে আসেন তিনি। বৃদ্ধ আব্দুল মজিদ শহরের হাতিখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। 

আব্দুল মজিদ বলেন, ‘ভোটার হওয়ার পর থেকেই আমি ভোট দিচ্ছি। এমন কোনো নির্বাচন যায়নি, যেখানে আমি ভোট দেওয়া থেকে বিরত থেকেছি। আজকেও আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, কেউ জোর করেনি। আমি অনেক খুশি।’ 

তিনি আরও বলেন, ‘আমার বয়স ৯৬ বছর, আমি একা চলতে পারি না। আমার নাতি ভোটকেন্দ্রের ভেতরে নিয়ে এসেছে। আর সেখান থেকে দুই আনসার আমাকে রুমের ভেতরে নিয়ে যায় ভোট দিতে। তাদের সহযোগিতায় ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।’ 

আব্দুল মজিদের নাতি মো. রাজু বলেন, ‘দাদার বয়স হওয়ায় বাড়ি থেকে কম বের হন। তিনি চোখে কম দেখেন, কানেও কম শোনেন। কিন্তু তাঁর জেদ, ভোট দিতে আসবেনই। তাই আজ দাদাকে ভোট দিতে নিয়ে এসেছি।’ 

এই বৃদ্ধকে সহযোগিতা করা আনসার মাহমুদুল হাসান বলেন, ‘যাঁরা অসুস্থ, তাঁদের সহযোগিতা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। এই মুরুব্বি একা চলতে পারেন না, তাই আমার কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন।’ 

সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯১টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৯৭৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত