Ajker Patrika

অতিরিক্ত চাল মজুত করায় ২ চালকল মালিককে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

ঠাকুরগাঁওয়ে ধারণক্ষমতার অতিরিক্ত চাল মজুত করায় দুটি অটোরাইস মিল মালিককে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার দুটি অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। 

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ কার্যদিবসের মধ্যে মজুত করা চাল বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত মেসার্স মাছরাঙ্গা মিলের গুদামে পাক্ষিক ছাঁটাই ক্ষমতার ১২০ থেকে ১৩০ টন বেশি চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিক প্রবণ প্রসাদ আগরওয়ালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স জেএস মিলে প্যাকেটের নামের সঙ্গে ভেতরে থাকা চাল মিল না পাওয়া ও হিসাবে গরমিল থাকায় মিল মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত চাল মজুত করা চালকল মালিককে জরিমানা করা হয়। ছবি: সংগৃহীত ভ্রাম্যমাণ আদালতে অভিযানে অংশ নেওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ বলেন, গত কিছুদিন ধরে হঠাৎ চালের দাম বৃদ্ধির অভিযোগ শোনা যাচ্ছে। কিছু মিল মালিক ও আড়তদার অবৈধভাবে ধান-চাল মজুত করে চালের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ আসছিল। এ জন্য চালকল ও ধানের আড়তের গুদামে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত