জসিম উদ্দিন, নীলফামারী
নিখোঁজের ১৭ দিন পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩ ভাইয়ের পরিবারের মধ্যে এক পরিবারের ৫ সদস্য বাড়ি ফিরে এসেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে হাজির হলে চেয়ারম্যান তাদের বাড়িতে পৌঁছে দেন। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার সকালে সরেজমিনে ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামে দেখা যায়, বড় ভাই কমল চন্দ্র সূত্রধরের স্ত্রী, দুই সন্তান, পুত্রবধূ ও একমাত্র নাতি বাড়িতে অবস্থান করছেন। কমল চন্দ্র সূত্রধরের স্ত্রী ভারতী রানি সূত্রধর বলেন, ‘দেনার দায়ে আমার স্বামীর দুই ভাই পরিবার-পরিজন নিয়ে রাতে চলে যায়। তাঁদের পাওনাদারের ভয়ে আমরা ভোরবেলায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে নওগাঁয় আত্মীয়ের বাড়িতে যাই। আত্মীয়ের বাড়িতে আমাদের রেখে স্বামী (কমল চন্দ্র সূত্রধর) নিরুদ্দেশ হয়ে যান। আমার স্বামী দুটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছে। যা নিয়মিত পরিশোধ করছে। আমরা পরিমল ও নির্মলের দেনাদারের ভয়ে আত্মগোপনে ছিলাম। আমার স্বামী কমলের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে ২/৩ দিনের মধ্যে বাড়িতে ফিরে আসবে। তবে বাকি দুই পরিবারের খোঁজ আমাদের কাছে নেই।’
নিখোঁজ তিন সহোদরের মধ্যে কমল চন্দ্র সূত্রধর সবার বড়। তাদের তিন পরিবারের সদস্য সংখ্যা ১৫ জন। বাড়িতে ফেরা ৫ সদস্য সম্পর্কে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কমল চন্দ্র সূত্রধর পরিবারের ৫ জন সদস্য ইউনিয়ন পরিষদে আসে। বিষয়টি থানা–প্রশাসনকে অবগত করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তাঁরা ভয়ে নওগাঁ শহরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল।’
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বাড়ি ছেড়ে চলে যাওয়া ওই তিন পরিবারের ৫ সদস্য বাড়িতে ফিরে এসেছে। বাকিদের অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’
উল্লেখ্য, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের ভুজারি পাড়ার তিন সহোদর কমল চন্দ্র সূত্রধর, পরিমল চন্দ্র সূত্রধর ও নির্মল চন্দ্র সূত্রধর। বড় ভাই কমল চন্দ্র পেশায় দিনমজুর। পরিমল চন্দ্রের ইউনিয়ন কার্যালয় সংলগ্ন পোড়ারহাটে রয়েছে মিষ্টির দোকান এবং ছোট ভাই নির্মল চন্দ্রের ওই হাটেই রয়েছে ‘মেসার্স শুভ ট্রেডার্স’ নামে ধান, চাল, গম, ভুট্টার ব্যবসা প্রতিষ্ঠান।
ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া নির্মল চন্দ্র সূত্রধর স্থানীয় ব্র্যাক, আশা, গাক, পপি, পল্লি দারিদ্র্য বিমোচন, টিএমএসএস নামক এনজিওসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে। যার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। এনজিও প্রতিষ্ঠানগুলো ঋণের টাকা আদায়ে চাপ দিলে গত ২৩ আগস্ট রাতে ১৫ সদস্যের ওই তিন পরিবার বাড়ি-ঘর ছেড়ে নিরুদ্দেশ হয়। এরপর যমুনা ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা তাঁদের বাড়িতে সাইনবোর্ড লাগিয়ে ঋণের বিষয়টি দৃশ্যমান করে।
নিখোঁজের ১৭ দিন পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩ ভাইয়ের পরিবারের মধ্যে এক পরিবারের ৫ সদস্য বাড়ি ফিরে এসেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে হাজির হলে চেয়ারম্যান তাদের বাড়িতে পৌঁছে দেন। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার সকালে সরেজমিনে ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামে দেখা যায়, বড় ভাই কমল চন্দ্র সূত্রধরের স্ত্রী, দুই সন্তান, পুত্রবধূ ও একমাত্র নাতি বাড়িতে অবস্থান করছেন। কমল চন্দ্র সূত্রধরের স্ত্রী ভারতী রানি সূত্রধর বলেন, ‘দেনার দায়ে আমার স্বামীর দুই ভাই পরিবার-পরিজন নিয়ে রাতে চলে যায়। তাঁদের পাওনাদারের ভয়ে আমরা ভোরবেলায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে নওগাঁয় আত্মীয়ের বাড়িতে যাই। আত্মীয়ের বাড়িতে আমাদের রেখে স্বামী (কমল চন্দ্র সূত্রধর) নিরুদ্দেশ হয়ে যান। আমার স্বামী দুটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছে। যা নিয়মিত পরিশোধ করছে। আমরা পরিমল ও নির্মলের দেনাদারের ভয়ে আত্মগোপনে ছিলাম। আমার স্বামী কমলের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে ২/৩ দিনের মধ্যে বাড়িতে ফিরে আসবে। তবে বাকি দুই পরিবারের খোঁজ আমাদের কাছে নেই।’
নিখোঁজ তিন সহোদরের মধ্যে কমল চন্দ্র সূত্রধর সবার বড়। তাদের তিন পরিবারের সদস্য সংখ্যা ১৫ জন। বাড়িতে ফেরা ৫ সদস্য সম্পর্কে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কমল চন্দ্র সূত্রধর পরিবারের ৫ জন সদস্য ইউনিয়ন পরিষদে আসে। বিষয়টি থানা–প্রশাসনকে অবগত করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তাঁরা ভয়ে নওগাঁ শহরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল।’
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বাড়ি ছেড়ে চলে যাওয়া ওই তিন পরিবারের ৫ সদস্য বাড়িতে ফিরে এসেছে। বাকিদের অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’
উল্লেখ্য, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের ভুজারি পাড়ার তিন সহোদর কমল চন্দ্র সূত্রধর, পরিমল চন্দ্র সূত্রধর ও নির্মল চন্দ্র সূত্রধর। বড় ভাই কমল চন্দ্র পেশায় দিনমজুর। পরিমল চন্দ্রের ইউনিয়ন কার্যালয় সংলগ্ন পোড়ারহাটে রয়েছে মিষ্টির দোকান এবং ছোট ভাই নির্মল চন্দ্রের ওই হাটেই রয়েছে ‘মেসার্স শুভ ট্রেডার্স’ নামে ধান, চাল, গম, ভুট্টার ব্যবসা প্রতিষ্ঠান।
ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া নির্মল চন্দ্র সূত্রধর স্থানীয় ব্র্যাক, আশা, গাক, পপি, পল্লি দারিদ্র্য বিমোচন, টিএমএসএস নামক এনজিওসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে। যার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। এনজিও প্রতিষ্ঠানগুলো ঋণের টাকা আদায়ে চাপ দিলে গত ২৩ আগস্ট রাতে ১৫ সদস্যের ওই তিন পরিবার বাড়ি-ঘর ছেড়ে নিরুদ্দেশ হয়। এরপর যমুনা ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা তাঁদের বাড়িতে সাইনবোর্ড লাগিয়ে ঋণের বিষয়টি দৃশ্যমান করে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৩ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে