Ajker Patrika

চোখে মোবাইলের টর্চের আলো পড়ায় মারধরে মৃত্যু

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
চোখে মোবাইলের টর্চের আলো পড়ায় মারধরে মৃত্যু

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে মোবাইলের টর্চের আলো পড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা ও মারধরের ঘটনায় গাইবান্ধায় একজনের মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির নাম মেজবাউল ইসলাম (৪২)। আগামী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার জন্য তিনি এলাকায় ব্যানার ফেস্টুন লাগিয়েছিলেন। তিনি ওই এলাকার গেন্দেলা শেখের ছেলে। 

জানা যায়, গতকাল (১১ আগস্ট) রাত ১০টার দিকে মেজবাউল ও ছেলে মুমিনুল ইসলাম মামুন মোবাইলে টর্চ জ্বালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁদের টর্চের আলো কয়েকজন প্রতিবেশী যুবকের চোখে লাগে। এ নিয়ে প্রতিবেশী যুবকদের সঙ্গে বাবা-ছেলের বাগ্‌বিতণ্ডার জেরে মারামারি হয়। এতে মেজবাউল ও তাঁর ছেলে গুরুতর আহত হয়। পরে মেজবাউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

তবে কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি। আহত মামুনও এখন পর্যন্ত তাঁদের নাম স্বীকার করেনি। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় রতন মণ্ডল নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত