Ajker Patrika

বিদ্যুৎকেন্দ্রের কালিতে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্রের সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্রের সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদরে একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে উড়ে আসা কালিতে আশপাশের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জগন্নাথপুর ইউনিয়নে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার (ইপিভি) ঠাকুরগাঁও লিমিটেড নামের একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। চার বছর ধরে এ কেন্দ্র থেকে নির্গত কালি আশপাশে ছড়িয়ে বাড়িঘরের টিনের চালে আস্তরণ তৈরি করেছে। এতে টিনে মরিচা ধরে ফুটো হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, গাছপালা ও ফসলের খেতেও কালির আস্তরণ জমেছে। এ পরিস্থিতিতে তিন গ্রামের প্রায় ১ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

ভুক্তভোগী আলম হোসেন ও আলতাফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎকেন্দ্রের এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের বাড়ির টিনের চাল নষ্ট হয়েছে, ফসলের উৎপাদন কমেছে এবং স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তাঁরা ক্ষতিপূরণের দাবিতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল পাননি।

এর পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা বিদ্যুৎকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা একপর্যায়ে কেন্দ্রের ফটকে ধাক্কা দিলে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের নাম ও ক্ষতির পরিমাণ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা সোয়া ১টার দিকে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।

ওসি শহিদুর বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ জেলা প্রশাসকের কাছে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এরপর তাঁরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত