ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদরে একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে উড়ে আসা কালিতে আশপাশের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জগন্নাথপুর ইউনিয়নে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার (ইপিভি) ঠাকুরগাঁও লিমিটেড নামের একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। চার বছর ধরে এ কেন্দ্র থেকে নির্গত কালি আশপাশে ছড়িয়ে বাড়িঘরের টিনের চালে আস্তরণ তৈরি করেছে। এতে টিনে মরিচা ধরে ফুটো হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, গাছপালা ও ফসলের খেতেও কালির আস্তরণ জমেছে। এ পরিস্থিতিতে তিন গ্রামের প্রায় ১ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
ভুক্তভোগী আলম হোসেন ও আলতাফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎকেন্দ্রের এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের বাড়ির টিনের চাল নষ্ট হয়েছে, ফসলের উৎপাদন কমেছে এবং স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তাঁরা ক্ষতিপূরণের দাবিতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল পাননি।
এর পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা বিদ্যুৎকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা একপর্যায়ে কেন্দ্রের ফটকে ধাক্কা দিলে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের নাম ও ক্ষতির পরিমাণ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা সোয়া ১টার দিকে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।
ওসি শহিদুর বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ জেলা প্রশাসকের কাছে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এরপর তাঁরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরেছেন।’
ঠাকুরগাঁও সদরে একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে উড়ে আসা কালিতে আশপাশের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে আজ শুক্রবার বিক্ষোভ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জগন্নাথপুর ইউনিয়নে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার (ইপিভি) ঠাকুরগাঁও লিমিটেড নামের একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। চার বছর ধরে এ কেন্দ্র থেকে নির্গত কালি আশপাশে ছড়িয়ে বাড়িঘরের টিনের চালে আস্তরণ তৈরি করেছে। এতে টিনে মরিচা ধরে ফুটো হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, গাছপালা ও ফসলের খেতেও কালির আস্তরণ জমেছে। এ পরিস্থিতিতে তিন গ্রামের প্রায় ১ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
ভুক্তভোগী আলম হোসেন ও আলতাফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎকেন্দ্রের এ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের বাড়ির টিনের চাল নষ্ট হয়েছে, ফসলের উৎপাদন কমেছে এবং স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তাঁরা ক্ষতিপূরণের দাবিতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল পাননি।
এর পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা বিদ্যুৎকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা একপর্যায়ে কেন্দ্রের ফটকে ধাক্কা দিলে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা ক্ষতিগ্রস্তদের নাম ও ক্ষতির পরিমাণ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে বলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা সোয়া ১টার দিকে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।
ওসি শহিদুর বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ জেলা প্রশাসকের কাছে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এরপর তাঁরা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরেছেন।’
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা হয়।
৪ মিনিট আগেপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. এস এম আব্দুল আওয়াল বলেছেন, ‘গত সরকারের আমলে যত্রতত্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হলেও শিক্ষার মান রক্ষা করা হয়নি। মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ফলে সামগ্রিক শিক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে। একটি প্রজন্ম পুরোপুরি ব্যর্থ হয়েছে।’
৯ মিনিট আগেঢাকার সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাড়িতে হামলার সময় প্রতিরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচ-ছয়জন।
২২ মিনিট আগেরংপুর নগরে অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানাসহ পাশের চারটি ওষুধের দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বুড়িহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২৬ মিনিট আগে