Ajker Patrika

জড়াজড়ি করে পুকুরে ডুবে ছিল ভাই–বোনের লাশ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
জড়াজড়ি করে পুকুরে ডুবে ছিল ভাই–বোনের লাশ 

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে ডুবে তাওহিদ (৭) ও রিয়া (৮) নামে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। অনেকে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে দুজনের জড়াজড়ি অবস্থায় মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। 

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তওহিদ ওই গ্রামের পাপুল মিয়ার ছেলে এবং রিয়া একই গ্রামের মউবর রহমানের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই বোন। 

স্থানীয়রা বলছে, দুপুরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। তওহিদ ও রিয়া বৃষ্টিতে ভিজে দৌড়-ঝাঁপ করছিল। দীর্ঘসময় পরেও তারা বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন খানে খোঁজ করতে থাকেন। তাদের সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালান। একপর্যায়ে পুকুর থেকে দুজনের জড়াজড়ি অবস্থায় মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। 

বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘ঘটনাটি খুবই বেদনাদায়ক। দুই শিশুর করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত