Ajker Patrika

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রংপুরের যুবক কুড়িগ্রামে গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার জেলা পুলিশ লাইনসে লিখিত পরীক্ষা চলাকালীন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম রংপুর জেলার পীরগঞ্জ থানার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন। 

জেলা পুলিশ জানায়, কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর স্থানে প্রক্সি প্রার্থী হয়ে পরীক্ষা দেওয়ার সময় ইয়াকুব আলী সাদ্দামকে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা আটক করে। পরে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইয়াকুব আলী সাদ্দাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেলাল হোসেন নামে এক প্রার্থীর হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রার্থীর সঙ্গে গ্রেপ্তার সাদ্দামের সম্পর্কসহ প্রক্সি দিতে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। 

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম কিংবা জালিয়াতির আশ্রয় নেওয়ার কোন সুযোগ নেই। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত