Ajker Patrika

মেয়ের মামলায় ১০ মাস পর তোলা হলো নারী শিল্পপতির লাশ

বগুড়া প্রতিনিধি
মেয়ের মামলায় ১০ মাস পর তোলা হলো নারী শিল্পপতির লাশ

বগুড়ায় সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে মেয়ের দায়ের করা মামলায় এক নারী শিল্পপতির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের নামাজগড় কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

দেলওয়ারা বেওয়া (৭০) নামের ওই নারী শিল্পপতি গত বছর ৩ মে মারা যান। তিনি বগুড়া শহরের কাটনারপাড়ার মৃত শেখ সরিফ উদ্দিনের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়ার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া।

তিনি জানান, বগুড়া শহরে বহুতল মার্কেট, সিএনজি স্টেশন, বিড়ি ফ্যাক্টরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ছিলেন দেলওয়ারা বেওয়া। স্বামীর মৃত্যুর পর দেলওয়ারা বেওয়া এসব প্রতিষ্ঠান পরিচালনা করতেন। তার কোনো ছেলে সন্তান না থাকায় ৫ মেয়ে এবং জামাই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করতেন।

দেলওয়ারা বেওয়ার সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে সম্প্রতি মেয়ে ও জামাইদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং একাধিক মামলা মোকদ্দমা হয়। একপর্যায়ে দেলওয়ারা বেওয়া তাঁর মেয়ে নাদিরা সুলতানার বাসায় থাকতে গত বছর ৩ মে দিবাগত রাত আড়াইটায় মারা যান। পরদিন শহরের নামাজগড় কবরস্থানে দেলওয়ারা বেওয়ার লাশ দাফন করা হয়।

এ ঘটনায় দেলওয়ারা বেওয়ার আরেক মেয়ে আকিলা সরিফা সুলতানা খানম বাদী হয়ে গত বছরের ৮ জুলাই বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনের নামে মামলা করেন। 

মামলায় তিনি উল্লেখ করেন—সম্পত্তি আত্মসাৎ করতে দেলওয়ারা বেওয়াকে তাঁর মেয়ে নাদিরা সুলতানার বাসায় অপর মেয়ে ও জামাইদের সহযোগিতায় আটকে রাখা হয়। সেখানে গত ৩ মে দিবাগত রাতে দেলওয়ারা বেওয়াকে শ্বাসরোধ অথবা বিষক্রিয়ার মাধ্যমে হত্যা করা হয়। পরদিন গোপনে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়।

মামলায় দেলওয়ারা বেওয়ার চার মেয়ে, জামাই ও বাদীর ছেলেকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্ত করার জন্য পিবিআই বগুড়াকে নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া আরও জানান, তদন্তকালে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের প্রয়োজনীয়তা দেখা দিলে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।

এসআই জাকারিয়া বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত