Ajker Patrika

যুবদল নেতা হত্যা: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আব্দুল্লাহ বিন আহমেদ। ছবি: সংগৃহীত
আব্দুল্লাহ বিন আহমেদ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন ঢাকার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি বলেন, আব্দুল্লাহ বিন আহমেদকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার আব্দুল্লাহ বিন আহমেদ সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার আলী আহমেদ টুংকুর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ সিরাজগঞ্জ জেলা যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের এস এস রোডে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুকে হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় শ জনের বিরুদ্ধে নিহতের স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। আব্দুল্লাহ বিন আহমেদ মামলার এজাহারভুক্ত আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত