Ajker Patrika

চালু হওয়ার ১০ দিনে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন 

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫: ৩৪
চালু হওয়ার ১০ দিনে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন 

চালু হওয়ার ১০ দিনের মধ্যেই বিকল হয়ে গেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা বলছেন, পরিচালনায় অদক্ষতার কারণে ডিজিটাল মেশিনটি প্রায় এক মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে। 

আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডিজিটাল এক্স-রে মেশিনের কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। 
এখানে চিকিৎসা নিতে আসা আকবর আলী জানান, হাসপাতালে এক্স-রে খরচ অনেক কম। কিন্তু এখানে বিভিন্ন ল্যাবে মেশিন খারাপ অজুহাতে কর্মরতরা রোগীদের বাইরে পাঠিয়ে দেন। তাই বাইরে দ্বিগুণ খরচে রোগের পরীক্ষা করতে হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে টেকনিশিয়ান মোজাহার আলী বলেন, নতুন ডিজিটাল এক্স-রে মেশিনটি গত আগস্ট মাসে স্থাপন করা হয়। কিন্তু মেশিনটি প্রাথমিকভাবে চালু করা হলেও নানা জটিলতায় তা বর্তমানে অকেজো। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, প্রযুক্তিগত দক্ষতার অভাবে এই ডিজিটাল মেশিন অকেজো হয়ে গেছে। অ্যানালগ ও ডিজিটাল এক নয়। মেশিন চালু করার আগে ল্যাব টেকনিশিয়ানের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন ছিল।  

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মতিন বলেন, `ডিজিটাল মেশিনে এক্স-রে করা হলে ছবিতে স্পট আসে। আর সে কারণেই তা বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত