মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭ মে) ভোর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজে নেমেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে।
আহত, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাতলা এলাকার যুবকেরা পিকনিকের আয়োজন করেন। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘোরেন। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় এলে বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটির ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তাদের অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়। কিন্তু এ ঘটনায় সুমন সিপাহী নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, আহতদের মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি। রাতে উদ্ধার অভিযান চালানোর মতো যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করা হয়েছে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭ মে) ভোর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজে নেমেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে।
আহত, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাতলা এলাকার যুবকেরা পিকনিকের আয়োজন করেন। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘোরেন। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় এলে বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটির ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তাদের অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়। কিন্তু এ ঘটনায় সুমন সিপাহী নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, আহতদের মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি। রাতে উদ্ধার অভিযান চালানোর মতো যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
১৪ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
২০ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
৩৬ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে