Ajker Patrika

দাউদকান্দিতে সালিশি বৈঠক শেষে ছুরিকাঘাতে যুবক নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 
ছুরিকাঘাতে নিহত শাকিল। ছবি: আজকের পত্রিকা
ছুরিকাঘাতে নিহত শাকিল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে সালিশি বৈঠক শেষে শাকিল নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক জাকির হোসেন নামে একজনকে আটক করেছে। নিহত শাকিল (২৯) বিটেশ্বর গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

নিহত শাকিলের ফুফাতো ভাই আকাশ বলেন, ‘শাকিল বিটেশ্বর বাজারে কসাইয়ের কাজ করত। তার চাচাতো ভাইয়ের সিএনজি অটোরিকশা নিয়ে দরবার (সালিশি বৈঠক) হয়েছে। দরবার শেষে বরকোটার কয়েকজন গালাগালি করতেছিল, তখন শাকিল তাদের বলে, দরবারে যা হয়েছে সবাই মানছে, এখন গালাগালি করে কী হবে? এটা বলার কারণে কয়েকজন তাকে ধরে নিয়ে এলোপাতাড়ি মারে এবং তার বুকে ছুরি দিয়ে জখম করে। হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় নেওয়ার কথা বলেন চিকিৎসকেরা। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই শাকিল মারা যায়।’

বিটেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সালিশ বৈঠকের শুরু থেকেই উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘গত বুধবার বরকোটা এলাকার মোটরসাইকেলচালক এবং বিটেশ্বর এলাকার সিএনজি অটোচালকের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সিএনজি অটোচালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেলচালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাখন বিচার মেনে ১ হাজার টাকা জমা দেন মোটরসাইকেলচালক। দুই দিন পর বাকি টাকা পরিশোধ করবেন বলে কথা দেন। সালিশ দরবার শেষ করে সন্ধ্যায় আমরা চলে যাই। এরপর শুনি মারামারি হয়েছে। শাকিল নামে বিটেশ্বর গ্রামের একজনকে আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেছে। পরে শুনি ঢাকায় নেওয়ার পথে নাকি মারা গেছে।’

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বিটেশ্বর এলাকায় সালিশ বৈঠক শেষে শাকিল নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত বরকোটা এলাকার নেকবর আলীর ছেলে জাকির হোসেনকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত