Ajker Patrika

শৈত্যপ্রবাহে জবুথবু রাজশাহীর জনজীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৬: ৪২
শৈত্যপ্রবাহে জবুথবু রাজশাহীর জনজীবন

দুই দিন ধরে রাজশাহীতে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জবুথবু হয়ে পড়েছে পদ্মাপারের মানুষের জনজীবন। আগামীকাল শুক্রবার একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলো মাঝারি শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।

ঘনকুয়াশা মধ্যে বালুবাহী ট্রাক রাস্তার আইল্যান্ডে উঠে গেছে। ছবিটি আজ রাজশাহী শহরের দায়রাপাক মোড় থেকে তোলা।এদিকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল ভোরে রাজশাহীতে তেমন কুয়াশা ছিল না। তবে, আজ ঘনকুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। সকাল ১০টার পর জেলায় সূর্যের দেখা মেলে। তবে ঠান্ডা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।

শীত নিবারণের জন্য মানুষ আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন। ছবিটি আজ রাজশাহী শহরের ভদ্রা এলাকা থেকে তোলা।রাজশাহী আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীতে কয়েক দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ চলছিল। দুই দিনে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। আজ তাপমাত্রা রেকর্ড করা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...