Ajker Patrika

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় পলাশ হোসেন (৪৬) নামে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। আজ সোমবার জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১২ সালের ১৫ মে বিকেলে পলাশ হোসেনের বাড়ির গোপন ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। ওই ঘটনায় আটাপাড়া বিওপির হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। 

এরপর আসামি আদালত থেকে জামিন নিয়ে পলিয়ে যান। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আউয়াল খাঁন বিগত ২০১৩ সালের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি এবং যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার এ রায় ঘোষণা করেন আদালত। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং উদয় সিং এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত