Ajker Patrika

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে পুলিশের বাধা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে পুলিশের বাধা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলকারীদের দাবি পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।

এসময় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি মশাল মিছিলের আয়োজন করে। সন্ধ্যায় মিছিলটি মহিলা কলেজের সামন থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হতে থাকে। এর কিছুক্ষণ পরেই পুলিশ মিছিলে বাধা দেয়, নেতৃবৃন্দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর পরে শাহরিয়ার আলম শান্ত, করিমুল হাসান, রিমন, রাশেদ, সৌরভ সরকার ও সোহাগ সরকারকে আটক করে পুলিশ। 

মিছিলে বাধা প্রদান করাকে অগণতান্ত্রিক বলে দাবি করেছেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাওসার আলী কলিন্স। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। পুলিশ বাধা দিয়ে সেই অধিকার হরণ করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।‘ তিনি আটকৃতদের ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, 'তারা পূর্ব অনুমতি না নিয়েই মিছিল করার চেষ্টা করছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় তাদেরকে নিবৃত করা হয়েছে।'

ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত