গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই গৃহবধূর নাম অন্তরা খাতুন (২০)। তিনি উপজেলার বিয়াঘাটের সাবগাড়ী গ্রামের আক্কাস আলীর মেয়ে। এ ঘটনায় অন্তরার চাচা মো. রুবেল হোসেন বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ করেছেন।
রুবেল হোসেন বলেন, প্রায় দুই বছর আগে উপজেলার বিয়াঘাটের সাবগাড়ী গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে তাঁর ভাতিজি অন্তরার বিয়ে হয়। এর কিছুদিন পর যৌতুকের দাবিতে ভাতিজিকে তাঁর স্বামী সাদ্দামসহ বাড়ির সবাই মিলে নির্যাতন শুরু করেন। অন্তরার সুখের কথা চিন্তা করে তাঁরা যৌতুক হিসেবে দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ দেন। এরপরও বিভিন্নভাবে যৌতুক দাবি করা হয়। কিন্তু সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর ভাতিজি অন্তরাকে মারধর করা হয়। সোমবার সকালে যৌতুক হিসেবে আবারও ২ লাখ টাকা দাবি করেন সাদ্দাম। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ভাতিজিকে মারধর করা হয়। এ সময় অন্তরার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও তাঁদের উদ্ধার করতে দেওয়া হয়নি। পরে প্রতিবেশীদের ফোন পেয়ে অন্তরাকে উদ্ধার করা হয় এবং গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকে সাদ্দাম হোসেন পলাতক।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। অভিযোগ তদন্ত করা হচ্ছে।
নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।
ওই গৃহবধূর নাম অন্তরা খাতুন (২০)। তিনি উপজেলার বিয়াঘাটের সাবগাড়ী গ্রামের আক্কাস আলীর মেয়ে। এ ঘটনায় অন্তরার চাচা মো. রুবেল হোসেন বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ করেছেন।
রুবেল হোসেন বলেন, প্রায় দুই বছর আগে উপজেলার বিয়াঘাটের সাবগাড়ী গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে তাঁর ভাতিজি অন্তরার বিয়ে হয়। এর কিছুদিন পর যৌতুকের দাবিতে ভাতিজিকে তাঁর স্বামী সাদ্দামসহ বাড়ির সবাই মিলে নির্যাতন শুরু করেন। অন্তরার সুখের কথা চিন্তা করে তাঁরা যৌতুক হিসেবে দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ দেন। এরপরও বিভিন্নভাবে যৌতুক দাবি করা হয়। কিন্তু সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর ভাতিজি অন্তরাকে মারধর করা হয়। সোমবার সকালে যৌতুক হিসেবে আবারও ২ লাখ টাকা দাবি করেন সাদ্দাম। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ভাতিজিকে মারধর করা হয়। এ সময় অন্তরার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও তাঁদের উদ্ধার করতে দেওয়া হয়নি। পরে প্রতিবেশীদের ফোন পেয়ে অন্তরাকে উদ্ধার করা হয় এবং গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকে সাদ্দাম হোসেন পলাতক।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। অভিযোগ তদন্ত করা হচ্ছে।
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
২ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১১ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
১৯ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
২৬ মিনিট আগে