Ajker Patrika

অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার, তরুণ গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার, তরুণ গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলা থেকে অপহৃত কিশোরীকে (১৬) তিন দিন পর উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের অভিযোগে তাওফিক রহমান নিশান (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট র‍্যাব-৫, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল সোমবার বিকেলে জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তাওফিক রহমান নিশান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের রবিউল আকতারের ছেলে।

র‍্যাব জানায়, গত শনিবার ওই কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় কিশোরীর পরিবারের সদস্যরা স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। খোঁজ না পেয়ে কিশোরীর মা ওই দিনই থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে সোমবার বিকেলে জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী তাওফিক রহমান নিশানকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত