চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীকে আসামি করে মামলার এই আবেদন করা হয়। মামলার বাদী নিহত বিএনপি নেতা খাইরুল ইসলামের ছেলে মো. ফাহাদ আলী।
মামলার আবেদন সূত্রে জানা গেছে, নিহত খাইরুল ইসলাম সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। রাজনৈতিক বিরোধের জেরে ২০১৮ সালের ১৯ জুলাই সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা খাইরুল ইসলামকে ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর নিমগাছি গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন পাশের গ্রাম মোড়লাইন থেকে গাছে বাঁধা অবস্থায় তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।
মামলার আবেদনে বলা হয়, থানা ও আদালতে মামলা করতে গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকিতে মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে এলে মামলার আবেদন করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. বরজাহানকে। অন্য আসামিরা হলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা তুফানী মেম্বার, মো. বাবু, মো. আনারুল, শাহালাল, এহসান আলী, হুমায়ন আলী, জিয়াউর রহমান তোতাসহ ৩৪ জন।
মামলার আবেদন গ্রহণ করা হয়েছে জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীকে আসামি করে মামলার এই আবেদন করা হয়। মামলার বাদী নিহত বিএনপি নেতা খাইরুল ইসলামের ছেলে মো. ফাহাদ আলী।
মামলার আবেদন সূত্রে জানা গেছে, নিহত খাইরুল ইসলাম সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। রাজনৈতিক বিরোধের জেরে ২০১৮ সালের ১৯ জুলাই সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা খাইরুল ইসলামকে ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর নিমগাছি গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন পাশের গ্রাম মোড়লাইন থেকে গাছে বাঁধা অবস্থায় তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।
মামলার আবেদনে বলা হয়, থানা ও আদালতে মামলা করতে গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকিতে মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে এলে মামলার আবেদন করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. বরজাহানকে। অন্য আসামিরা হলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা তুফানী মেম্বার, মো. বাবু, মো. আনারুল, শাহালাল, এহসান আলী, হুমায়ন আলী, জিয়াউর রহমান তোতাসহ ৩৪ জন।
মামলার আবেদন গ্রহণ করা হয়েছে জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
৩ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে পুনরায় যানচলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়
৪ মিনিট আগেফরিদপুরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাঁদের নদীতে ভেসে থাকতে দেখে অন্য জেলেরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।
৫ মিনিট আগেসিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের লাশ সাত মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি হস্তান্তর করে পুলিশ। জেলা শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগে