Ajker Patrika

জমি নিয়ে বিরোধে আহত ৩০, আটক ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
হাসপাতালে আহতরা। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে আহতরা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটকে করেছে।

আহতদের মধ্যে রয়েছেন—সোহবুল ইসলাম (৫৫), জসিম উদ্দিন (৪০), একরামুল (৫০), রবিউল ইসলাম (৬০), রুহুল আমিন (৭২), দুরুল হুদা (৫৫), রমেজ আলী (৩০), সাইফুল ইসলাম (৬০), আজিবুর (৪৬), সবুজ (৪০), মন্টু (৬২), শাহিন (২৬), রাজিব (২৭) ও নাদিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকার সাইফুল ইসলাম, সোহরুল ও উলা উদ্দিনের সঙ্গে রহনপুর পৌর এলাকার রহমতপাড়া মহল্লার মৃত টুনু মিয়ার ছেলে কাউন্সিলর মো. মানিকের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে রহনপুর পৌর এলাকার রহমতপাড়া ও রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার লোকজন নিয়ে মিরাপুর এলাকায় মারামারি করার জন্য যান মানিক। এতে মিরাপুর বটতলা এলাকার স্থানীয়রা মানিক বাহিনীর লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকালে ওই এলাকায় মারামারিতে বেশ কয়েকজন আহত হন। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিতে গেলে সেখানে আহতদের ওপরে আবার হামলা হয়। এ ঘটনায় সেখানে পুলিশ হাতেনাতে সাতজনকে আটক করেছে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহিদুল ইসলাম জানান, সব মিলিয়ে ওই মারামারি ঘটনায় ৩০ জন আহতকে এখানে আনা হয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অনেকের অবস্থাও ভালো নয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। কিন্তু দুই পক্ষের লোকজন মারামারি করতেই থাকে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত