অনলাইন ডেস্ক
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং দেশের কৃষি খাতকে বাঁচাতে অবিলম্বে একটি কৃষি মূল্য কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার সেন্টারে খানি এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান আয়োজিত ‘কৃষকদের সুরক্ষা: কেন একটি কৃষি মূল্য কমিশন প্রয়োজন’ শীর্ষক মিডিয়া ক্যাফেতে এই দাবি উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো মাহমুদুর রহমান।
এ সময় খানি নীতিনির্ধারকদের উদ্দেশে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করার পাশাপাশি মাঠ পর্যায়ে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে। এতে প্রান্তিক কৃষকদের বাস্তব পরিস্থিতি এবং নীতি ও বাস্তবায়নের ভারসাম্যহীনতা উঠে আসে।
আলোচনায় বক্তারা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি স্বাধীন ও কার্যকর কৃষি মূল্য কমিশন গঠনের ওপর জোর দেন। তাঁরা বলেন, তামাক, বিদ্যুৎ, ওষুধ ইত্যাদি খাতে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও দেশের বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী কৃষিখাতে এমন কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা নেই। পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, বাজারের অস্থিরতা এবং উৎপাদন ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সম্প্রতি মেহেরপুরের পেঁয়াজচাষি সাইফুল শেখ এবং রাজশাহীর কৃষক মীর রুহুল আমিনের আত্মহত্যা এই সংকটের ভয়াবহতা তুলে ধরেছে।
প্রধান অতিথি ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষিখাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য এবং পরিসংখ্যান। এই খাতে ডেটা ম্যানিপুলেশন অনেক বছরের সংস্কৃতি। সঠিক পরিসংখ্যান এক্ষেত্রে কৃষকদের উপকৃত করতে পারে।
তিনি আরও বলেন, আমরা কৃষিতে ৬টি হটস্পট চিহ্নিত করে ৯টি থিম্যাটিক এরিয়া তৈরি করেছি পেশাগত উন্নয়নের জন্য। এই ভিত্তির ওপর নির্ভর করে আমরা ২৫ বছরের একটি কৃষি পরিকল্পনা প্রণয়ন করছি।
কৃষিপণ্যের ন্যায্যমূল্যের বিষয়ে অতিরিক্তি সচিব ড. মো. মাহমুদুর রহমান বলেন, আমরা এই কমিশনের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই। ভারতের ২৩টি পণ্যে ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) বিষয়টি বিবেচনায় আছে, তবে পচনশীল পণ্যের ক্ষেত্রে এর বাস্তবায়ন নিয়ে ভাবতে হবে।
তিনি বলেন, সরকার ইতিমধ্যে এ নিয়ে কৌশলগত পরিকল্পনা শুরু করেছে। ড. মাহমুদুর রহমান জানান, কৃষকদের জন্য ৩৭ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয় এবং এবার ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকদের সাথে সরাসরি আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা কৃষকদের ঋণমুক্তি, শস্যবিমা চালু, কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মূল্য কমিশন প্রতিষ্ঠা বিষয়ে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, প্রাইস কমিশন নিয়ে দ্বিমত নেই। তবে, গুরুত্বপূর্ণ হলো, কৃষকেরা এসব প্রতিষ্ঠানে কতটা প্রতিনিধিত্ব পান।
তিনি বলেন, আমরা প্রায়শই বৃহৎ আকারের স্টোরেজের কথা ভাবি, অথচ যুবকদের উদ্ভাবনী চিন্তাগুলো কাজে লাগিয়ে চরের মতো অঞ্চলেও স্টোরেজ তৈরি সম্ভব। তিনি ইউনিয়ন পর্যায় থেকে চিন্তা শুরু করার গুরুত্বারোপ করেন।
মিডিয়া ক্যাফেতে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, গবেষক ও অর্থনীতিবিদ (কৃষি) ড. মিহির কুমার রায়, সাবেক মহাব্যবস্থাপক ড. জাহাঙ্গীর আলম খান, খানি সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলর্মী এবং খানি সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং দেশের কৃষি খাতকে বাঁচাতে অবিলম্বে একটি কৃষি মূল্য কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার সেন্টারে খানি এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান আয়োজিত ‘কৃষকদের সুরক্ষা: কেন একটি কৃষি মূল্য কমিশন প্রয়োজন’ শীর্ষক মিডিয়া ক্যাফেতে এই দাবি উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো মাহমুদুর রহমান।
এ সময় খানি নীতিনির্ধারকদের উদ্দেশে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করার পাশাপাশি মাঠ পর্যায়ে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে। এতে প্রান্তিক কৃষকদের বাস্তব পরিস্থিতি এবং নীতি ও বাস্তবায়নের ভারসাম্যহীনতা উঠে আসে।
আলোচনায় বক্তারা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি স্বাধীন ও কার্যকর কৃষি মূল্য কমিশন গঠনের ওপর জোর দেন। তাঁরা বলেন, তামাক, বিদ্যুৎ, ওষুধ ইত্যাদি খাতে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও দেশের বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী কৃষিখাতে এমন কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা নেই। পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, বাজারের অস্থিরতা এবং উৎপাদন ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সম্প্রতি মেহেরপুরের পেঁয়াজচাষি সাইফুল শেখ এবং রাজশাহীর কৃষক মীর রুহুল আমিনের আত্মহত্যা এই সংকটের ভয়াবহতা তুলে ধরেছে।
প্রধান অতিথি ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষিখাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য এবং পরিসংখ্যান। এই খাতে ডেটা ম্যানিপুলেশন অনেক বছরের সংস্কৃতি। সঠিক পরিসংখ্যান এক্ষেত্রে কৃষকদের উপকৃত করতে পারে।
তিনি আরও বলেন, আমরা কৃষিতে ৬টি হটস্পট চিহ্নিত করে ৯টি থিম্যাটিক এরিয়া তৈরি করেছি পেশাগত উন্নয়নের জন্য। এই ভিত্তির ওপর নির্ভর করে আমরা ২৫ বছরের একটি কৃষি পরিকল্পনা প্রণয়ন করছি।
কৃষিপণ্যের ন্যায্যমূল্যের বিষয়ে অতিরিক্তি সচিব ড. মো. মাহমুদুর রহমান বলেন, আমরা এই কমিশনের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই। ভারতের ২৩টি পণ্যে ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) বিষয়টি বিবেচনায় আছে, তবে পচনশীল পণ্যের ক্ষেত্রে এর বাস্তবায়ন নিয়ে ভাবতে হবে।
তিনি বলেন, সরকার ইতিমধ্যে এ নিয়ে কৌশলগত পরিকল্পনা শুরু করেছে। ড. মাহমুদুর রহমান জানান, কৃষকদের জন্য ৩৭ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয় এবং এবার ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকদের সাথে সরাসরি আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা কৃষকদের ঋণমুক্তি, শস্যবিমা চালু, কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মূল্য কমিশন প্রতিষ্ঠা বিষয়ে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, প্রাইস কমিশন নিয়ে দ্বিমত নেই। তবে, গুরুত্বপূর্ণ হলো, কৃষকেরা এসব প্রতিষ্ঠানে কতটা প্রতিনিধিত্ব পান।
তিনি বলেন, আমরা প্রায়শই বৃহৎ আকারের স্টোরেজের কথা ভাবি, অথচ যুবকদের উদ্ভাবনী চিন্তাগুলো কাজে লাগিয়ে চরের মতো অঞ্চলেও স্টোরেজ তৈরি সম্ভব। তিনি ইউনিয়ন পর্যায় থেকে চিন্তা শুরু করার গুরুত্বারোপ করেন।
মিডিয়া ক্যাফেতে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, গবেষক ও অর্থনীতিবিদ (কৃষি) ড. মিহির কুমার রায়, সাবেক মহাব্যবস্থাপক ড. জাহাঙ্গীর আলম খান, খানি সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলর্মী এবং খানি সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, লোহার রিংয়ের সঙ্গে মিহি সুতো দিয়ে তৈরি এই জালে আটকা পড়ে শুধু মাছ নয়, শামুক-ঝিনুক, ব্যাঙ, কাঁকড়া, সাপ, কুচিয়াসহ বহু জলজ প্রাণি মারা যাচ্ছে। ফলে মিঠাপানির মাছসহ জীববৈচিত্র্য ভয়াবহ সংকটে পড়েছে।
৪২ মিনিট আগেআওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয়ভাবে ইসলামবিদ্বেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্রে ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ।
১ ঘণ্টা আগেনিহত তরুণীর নাম আরফা বেগম (১৮)। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারইয়াপাড়া গ্রামের মোক্তার আহমদের মেয়ে। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেবগুড়ায় আদালতে সঠিক সাক্ষ্য না দেওয়া, সাক্ষ্য দিতে হাজির না হওয়া এবং সরকারি আইন কর্মকর্তাদের দুর্বলতার কারণে গত এক বছরে ৬ শতাধিক মাদক মামলায় প্রায় ১ হাজার আসামি খালাস পেয়েছেন। এর মধ্যে ২২টি মামলায় ৪৪ জন পুলিশ ও র্যাব কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি।
৬ ঘণ্টা আগে