Ajker Patrika

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘কৃষি মূল্য কমিশন’ গঠনের দাবি

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার সেন্টারে খানি এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান আয়োজিত মিডিয়া ক্যাফে। ছবি: বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার সেন্টারে খানি এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান আয়োজিত মিডিয়া ক্যাফে। ছবি: বিজ্ঞপ্তি

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং দেশের কৃষি খাতকে বাঁচাতে অবিলম্বে একটি কৃষি মূল্য কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার সেন্টারে খানি এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রান আয়োজিত ‘কৃষকদের সুরক্ষা: কেন একটি কৃষি মূল্য কমিশন প্রয়োজন’ শীর্ষক মিডিয়া ক্যাফেতে এই দাবি উত্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো মাহমুদুর রহমান।

এ সময় খানি নীতিনির্ধারকদের উদ্দেশে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করার পাশাপাশি মাঠ পর্যায়ে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে। এতে প্রান্তিক কৃষকদের বাস্তব পরিস্থিতি এবং নীতি ও বাস্তবায়নের ভারসাম্যহীনতা উঠে আসে।

আলোচনায় বক্তারা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি স্বাধীন ও কার্যকর কৃষি মূল্য কমিশন গঠনের ওপর জোর দেন। তাঁরা বলেন, তামাক, বিদ্যুৎ, ওষুধ ইত্যাদি খাতে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও দেশের বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী কৃষিখাতে এমন কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা নেই। পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, বাজারের অস্থিরতা এবং উৎপাদন ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সম্প্রতি মেহেরপুরের পেঁয়াজচাষি সাইফুল শেখ এবং রাজশাহীর কৃষক মীর রুহুল আমিনের আত্মহত্যা এই সংকটের ভয়াবহতা তুলে ধরেছে।

প্রধান অতিথি ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষিখাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য এবং পরিসংখ্যান। এই খাতে ডেটা ম্যানিপুলেশন অনেক বছরের সংস্কৃতি। সঠিক পরিসংখ্যান এক্ষেত্রে কৃষকদের উপকৃত করতে পারে।

তিনি আরও বলেন, আমরা কৃষিতে ৬টি হটস্পট চিহ্নিত করে ৯টি থিম্যাটিক এরিয়া তৈরি করেছি পেশাগত উন্নয়নের জন্য। এই ভিত্তির ওপর নির্ভর করে আমরা ২৫ বছরের একটি কৃষি পরিকল্পনা প্রণয়ন করছি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্যের বিষয়ে অতিরিক্তি সচিব ড. মো. মাহমুদুর রহমান বলেন, আমরা এই কমিশনের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই। ভারতের ২৩টি পণ্যে ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) বিষয়টি বিবেচনায় আছে, তবে পচনশীল পণ্যের ক্ষেত্রে এর বাস্তবায়ন নিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, সরকার ইতিমধ্যে এ নিয়ে কৌশলগত পরিকল্পনা শুরু করেছে। ড. মাহমুদুর রহমান জানান, কৃষকদের জন্য ৩৭ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয় এবং এবার ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকদের সাথে সরাসরি আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা কৃষকদের ঋণমুক্তি, শস্যবিমা চালু, কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মূল্য কমিশন প্রতিষ্ঠা বিষয়ে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, প্রাইস কমিশন নিয়ে দ্বিমত নেই। তবে, গুরুত্বপূর্ণ হলো, কৃষকেরা এসব প্রতিষ্ঠানে কতটা প্রতিনিধিত্ব পান।

তিনি বলেন, আমরা প্রায়শই বৃহৎ আকারের স্টোরেজের কথা ভাবি, অথচ যুবকদের উদ্ভাবনী চিন্তাগুলো কাজে লাগিয়ে চরের মতো অঞ্চলেও স্টোরেজ তৈরি সম্ভব। তিনি ইউনিয়ন পর্যায় থেকে চিন্তা শুরু করার গুরুত্বারোপ করেন।

মিডিয়া ক্যাফেতে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, গবেষক ও অর্থনীতিবিদ (কৃষি) ড. মিহির কুমার রায়, সাবেক মহাব্যবস্থাপক ড. জাহাঙ্গীর আলম খান, খানি সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলর্মী এবং খানি সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত