জহিরুল আলম পিলু
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। শহীদ পরিবারের সদস্যদের বুকের চাপা আর্তনাদ, একদিন দোয়ায় পরিণত হবে।
যাত্রাবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্যই করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র যাত্রাবাড়ী থানার সামনে আজ ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার পাশাপাশি গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে স্থানীয়দের উদ্দেশে শিল্প উপদেষ্টা বলেন, ‘এই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলাম, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাঁড়িয়েছি। সেই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে আর কখনো শোষণ, বঞ্চনা ও বৈষম্য থাকবে না।
‘শহীদ পরিবারের সদস্যদের বুকের যেই চাপা আর্তনাদ, একদিন সেই আর্তনাদের জায়গাটা দোয়ায় পরিণত হবে। যেই বাংলাদেশ তরুণদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে নতুন দেশের জন্ম দিতে পেরেছে, আপনাদের সবাইকে আবারও সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হলে গোপালগঞ্জের মতো আরও পরিস্থিতি হতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলের লোকজন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন, সেই ঐক্য ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। শহীদ পরিবারের সদস্যদের বুকের চাপা আর্তনাদ, একদিন দোয়ায় পরিণত হবে।
যাত্রাবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্যই করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতিরোধ ক্ষেত্র যাত্রাবাড়ী থানার সামনে আজ ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার পাশাপাশি গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
সমাবেশে স্থানীয়দের উদ্দেশে শিল্প উপদেষ্টা বলেন, ‘এই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তোলেন, সেই প্রতিরোধের কারণেই আজকের এই বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলাম, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা বুকে নিয়ে আপনাদের পাশে জুলাইয়ের শেষ থেকে রাস্তায় দাঁড়িয়েছি। সেই বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি, যেই বাংলাদেশে আর কখনো শোষণ, বঞ্চনা ও বৈষম্য থাকবে না।
‘শহীদ পরিবারের সদস্যদের বুকের যেই চাপা আর্তনাদ, একদিন সেই আর্তনাদের জায়গাটা দোয়ায় পরিণত হবে। যেই বাংলাদেশ তরুণদের অকুতোভয় লড়াইয়ের মধ্য দিয়ে নতুন দেশের জন্ম দিতে পেরেছে, আপনাদের সবাইকে আবারও সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা বারবার ফিরে আসার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হলে গোপালগঞ্জের মতো আরও পরিস্থিতি হতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলের লোকজন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন, সেই ঐক্য ধরে রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
৪ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
৪ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
৪ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
৪ ঘণ্টা আগে