Ajker Patrika

মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের প্রধান চিকিৎসক ইমদাদুল হকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের প্রধান চিকিৎসক ইমদাদুল হকের মৃত্যু

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরের চিফ মেডিকেল অফিসার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমদাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বার্ধক্যজনিত কারণে আজ রোববার সকাল ৭টায় রাজশাহী মহানগরীতে নিজ বাসভবনে ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন । 

বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হক রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষক। লায়ন্স আই হসপিটাল এবং ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র, রাজশাহীর প্রতিষ্ঠাতাও তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরের প্রধান মেডিকেল অফিসার হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন তিনি। সেবা দেন সাধারণ মানুষকেও। 

দুপুরে রাজশাহী মহানগরীর টিকাপাড়া কবরস্থানে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। 

এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

শোক বিবৃতিতে মেয়র লিটন মহান মুক্তিযুদ্ধে ডা. মোহাম্মদ ইমদাদুল হকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত