কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখতে পাশের বাড়িতে গেছেন পরিবারের সবাই। এরই মধ্যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। মুহূর্তেই ছাই হয়ে যায় টিনশেডের তিনটি ঘর। গতকাল রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ীর আব্দুস সোবহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করে। এ সময় ওই পরিবারকে ৬০ কেজি চাল, দুটি শাড়ি, দুটি লুঙ্গি, গামছা ও ১০টি কম্বল প্রদান করা হয়। এদিকে স্থানীয়দের সহায়তায় ছাপরাঘর নির্মাণের কাজ চলছে।
স্থানীরা জানান, গত রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পাশের বাড়িতে যান কৃষক আব্দুস সোবহানের পরিবারের সবাই। আনুমানিক রাত ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে তাঁর বাড়িতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি টিনশেড ঘরে। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে তিনটি ঘর ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুস সোবহান বলেন, ‘আমার আর কিছুই থাইকল না। কাপড়চোপড় সব পুইড়ে গেছে। থাকার জায়গাও নাই আর। এই ঠান্ডার মধ্যে কী করমু এহন!’
এ ব্যাপারে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, ‘বাড়িতে কেউ ছিল না। সবাই ফুটবল খেলা দেখতে অন্য বাড়িতে গিয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সোবহানকে ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।’
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়জন সদস্য পরনের একটা কাপড় ছাড়া কিছুই ছিল না তাদের। আমরা সহায়তা করেছি। ডিসি স্যার বাড়ি নির্মাণের জন্য টিন প্রদানসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’
কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখতে পাশের বাড়িতে গেছেন পরিবারের সবাই। এরই মধ্যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। মুহূর্তেই ছাই হয়ে যায় টিনশেডের তিনটি ঘর। গতকাল রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ীর আব্দুস সোবহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করে। এ সময় ওই পরিবারকে ৬০ কেজি চাল, দুটি শাড়ি, দুটি লুঙ্গি, গামছা ও ১০টি কম্বল প্রদান করা হয়। এদিকে স্থানীয়দের সহায়তায় ছাপরাঘর নির্মাণের কাজ চলছে।
স্থানীরা জানান, গত রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পাশের বাড়িতে যান কৃষক আব্দুস সোবহানের পরিবারের সবাই। আনুমানিক রাত ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে তাঁর বাড়িতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি টিনশেড ঘরে। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে তিনটি ঘর ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুস সোবহান বলেন, ‘আমার আর কিছুই থাইকল না। কাপড়চোপড় সব পুইড়ে গেছে। থাকার জায়গাও নাই আর। এই ঠান্ডার মধ্যে কী করমু এহন!’
এ ব্যাপারে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, ‘বাড়িতে কেউ ছিল না। সবাই ফুটবল খেলা দেখতে অন্য বাড়িতে গিয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সোবহানকে ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।’
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয়জন সদস্য পরনের একটা কাপড় ছাড়া কিছুই ছিল না তাদের। আমরা সহায়তা করেছি। ডিসি স্যার বাড়ি নির্মাণের জন্য টিন প্রদানসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৫ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৫ ঘণ্টা আগে