Ajker Patrika

সুইডিশ রাষ্ট্রদূত ভ্যান চালালেন বাগাতিপাড়ায়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ১৮: ২২
Thumbnail image

বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে নাটোরের বাগাতিপাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালিয়েছেন। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার নওশেরা এলাকায় তিনি মুক্ত খামার পরিদর্শনে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান দেখে চালাতে আগ্রহ প্রকাশ করেন। তিনি গ্রামের মধ্যের রাস্তায় প্রায় ২০০ মিটার ওই ভ্যানটি চালান। 

এর আগে উপজেলার মুক্ত খামারের আমন্ত্রণে সুইডেনের চারজনের একটি প্রতিনিধিদল সকাল ১০টায় বাগাতিপাড়ায় আসেন। প্রথমে তাঁরা বেহাড়কোল এলাকায় মুক্ত খামারের প্রধান কার্যালয়ে কিছু সময় অবস্থান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার, ওসি শফিউল আযম খাঁন, মুক্ত খামারের এমডি ইমরুল আহমেদ তুলিন ও পরিচালক আরিফুল ইসলাম কনক তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। 

ওই প্রতিনিধিদলে আছেন ঢাকায় সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টস, হেড অব অ্যাডমিন জ্যাকব ইটাট এবং ইন্টার্ন লিন ডাভরিন। 

পরে বেলা সাড়ে ১১টায় তাঁরা উপজেলার পৌর এলাকা সুইডেনের একজো নওশেরা প্রকল্পের পুরোনো ঘর, স্যান্ডলন্ড/হোসেন ভবিষ্যতের ট্যানারি প্রকল্পের অবস্থান, গরুর নার্সারি/খামার, আম ও লিচুবাগান পরিদর্শন করেন। 

বেলা পৌনে ১টায় পাঁকা ইউনিয়নের মাড়িয়া এলাকায় দ্য কাউ ফাউন্ডার ইনসেটিভ (সিএফআই) গ্রুপ গ্রাম পরিদর্শনের সময় প্রকল্পের সদস্যদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় নতুন সদস্যদের মধ্যে বাছুর গরু হস্তান্তর করেন। 

মুক্ত খামারের পরিচালক আরিফুল ইসলাম কনক জানান, সুইডেনের সিএফআই ও তাঁদের যৌথ বিনিয়োগে মুক্ত খামার পরিচালিত হয়। মূলত তাঁরা সেই প্রকল্পটি সরেজমিন দেখতে এসেছেন। এই প্রকল্পের কার্যক্রম কীভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়গুলো তাঁরা পরিদর্শন করতে এসেছেন। 

আরিফুল ইসলাম কনক আরও জানান, ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে বাস্তবায়িত সুইডেনের একজো নওশেরা প্রকল্পের সোয়ালেজের সুবিধাভোগী ‘সুইডেন পাড়া’ নামের একটি গ্রাম পরিদর্শন করবেন। পরে মেয়র এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীতে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত