শেরপুর (বগুড়া) প্রতিনিধি
‘বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন’-এর কেন্দ্রীয় সভাপতি রেবেকা সরেন অভিযোগ করে বলেছেন, ‘বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ওপর দফায় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েও পাওয়া যায়নি। ঘটনা জেনেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে নির্বিকার।’
আজ রোববার দুপুরে আদিবাসী খেতমজুর ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রেবেকা সরেন এ অভিযোগ করেন।
রেবেকা সরেন বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের সময় হাজার হাজার আদিবাসী লাঠি ও তীর ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন। সেদিন অনেক মানুষ জীবন দিয়েছেন। আমরা শান্তিপ্রিয় হলেও অধিকারের জন্য জীবন দিতে পারি।’ এ সময় আগামী ১৫ দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, ভবানীপুর ইউনিয়নে দেড় শ বছরের অধিক সময় ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ বসবাস করছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত আদিবাসীদের ওপর ২০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। তাদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, আবাদি জমি ও পুকুর দখল, সৎকারে ব্যবহৃত শ্মশান ও কালী মন্দির ভাঙচুর এবং শতাধিক নারী-পুরুষ ও শিশুকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এসব নিয়ে এ পর্যন্ত শেরপুর থানা-পুলিশের কাছে অন্তত ২০টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র তিনটি অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করলেও পুলিশ কাউকে আটক করেনি। একই ব্যক্তিরা গত ৬ মার্চ আদিবাসী নেতা সন্তোষ কুমার সরকারের বাড়িতে প্রায় ৫ ঘণ্টা ধরে হামলা চালিয়ে ৯ বিঘা পুকুরের মাছ লুটে নেয়। এ সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। তাতেই প্রমাণিত হয়, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের মদদ রয়েছে। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
আদিবাসী খেতমজুর ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি কমল সিংয়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, শেরপুর উপজেলা সভাপতি হরিশংকর সাহা প্রমুখ।
এর আগে শেরপুরের বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। পরে অবস্থান কর্মসূচি শেষে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
‘বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন’-এর কেন্দ্রীয় সভাপতি রেবেকা সরেন অভিযোগ করে বলেছেন, ‘বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ওপর দফায় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েও পাওয়া যায়নি। ঘটনা জেনেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে নির্বিকার।’
আজ রোববার দুপুরে আদিবাসী খেতমজুর ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রেবেকা সরেন এ অভিযোগ করেন।
রেবেকা সরেন বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের সময় হাজার হাজার আদিবাসী লাঠি ও তীর ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন। সেদিন অনেক মানুষ জীবন দিয়েছেন। আমরা শান্তিপ্রিয় হলেও অধিকারের জন্য জীবন দিতে পারি।’ এ সময় আগামী ১৫ দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, ভবানীপুর ইউনিয়নে দেড় শ বছরের অধিক সময় ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ বসবাস করছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত আদিবাসীদের ওপর ২০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। তাদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, আবাদি জমি ও পুকুর দখল, সৎকারে ব্যবহৃত শ্মশান ও কালী মন্দির ভাঙচুর এবং শতাধিক নারী-পুরুষ ও শিশুকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এসব নিয়ে এ পর্যন্ত শেরপুর থানা-পুলিশের কাছে অন্তত ২০টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র তিনটি অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করলেও পুলিশ কাউকে আটক করেনি। একই ব্যক্তিরা গত ৬ মার্চ আদিবাসী নেতা সন্তোষ কুমার সরকারের বাড়িতে প্রায় ৫ ঘণ্টা ধরে হামলা চালিয়ে ৯ বিঘা পুকুরের মাছ লুটে নেয়। এ সময় স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। তাতেই প্রমাণিত হয়, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের মদদ রয়েছে। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
আদিবাসী খেতমজুর ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি কমল সিংয়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, শেরপুর উপজেলা সভাপতি হরিশংকর সাহা প্রমুখ।
এর আগে শেরপুরের বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। পরে অবস্থান কর্মসূচি শেষে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে