Ajker Patrika

জয়পুরহাটে কিশোরীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে কিশোরীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ১৬ বছরের কিশোরী রূপালীকে হত্যার দায়ে সাজাদুল ইসলাম (৩৮) নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর  বিচারক আব্বাস উদ্দীন মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজাদুল ইসলাম জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি জয়পুরহাটের  আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের ১৬ বছরে মেয়ে রূপালী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে বাড়ির অদূরে তুলশীগঙ্গা নদীর কাছ থেকে তাঁর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল ২০০৯ সালের ৫ মে বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ২০১১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত